You dont have javascript enabled! Please enable it! 1971.10.28 | কালিকাপুর রেলব্রিজ অপারেশন (কালুখালি, রাজবাড়ী) - সংগ্রামের নোটবুক

কালিকাপুর রেলব্রিজ অপারেশন (কালুখালি, রাজবাড়ী)

কালিকাপুর রেলব্রিজ অপারেশন (কালুখালি, রাজবাড়ী) পরিচালিত হয় ২৮শে অক্টোবর কমান্ডার অনোয়ার হোসেনের নেতৃত্বে। রাজবাড়ী জেলার কালুখালি উপজেলায় চন্দনা নদীর ওপর এ ব্রিজটি অবস্থিত। অত্র অঞ্চলে রেল যোগাযোগের ক্ষেত্রে ব্রিজটির গুরুত্ব ছিল অপরিসীম। তাই পাকসেনাদের নিয়োগকৃত রাজাকার-রা নিয়মিত এখানে পাহারায় থাকত।
ঘটনার দিন রাতে কমান্ডার রোস্তম আলী কালুখালি রেল স্টেশনের উত্তরে ঝাউগ্রামে তাঁর আত্মীয় আবুল কাশেমের বাড়ি যাচ্ছিলেন। সঙ্গে ছিলেন কমান্ডার আনোয়ার হোসেন। অন্ধকার রাত। চন্দনা নদীর পাড় ধরে তাঁরা এগিয়ে যাচ্ছেন। নদীর ওপর রেলব্রিজ। লোকজনের তেমন সারাশব্দ নেই। তাঁরা ব্রিজের নিকট গিয়ে দেখেন কয়েকজন রাজাকার পাহারা দিচ্ছে। সঙ্গে-সঙ্গে আনোয়ার হোসেন তাদের আক্রমণ করার সিদ্ধান্ত নেন এবং কৌশলে তাদের আত্মসমর্পণে বাধ্য করেন। তারপর তাদের তিনটি রাইফেল হস্তগত করে তাঁরা সাঁতরে নদী পাড় হয়ে নিরাপদ দূরত্বে চলে যান। [এম ইকরামুল হক]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ২য় খণ্ড