You dont have javascript enabled! Please enable it!

কালিদাসপাড়া সেতু অপারেশন (ঘাটাইল, টাঙ্গাইল)

কালিদাসপাড়া সেতু অপারেশন (ঘাটাইল, টাঙ্গাইল) পরিচালিত হয় ২৭শে জুলাই। এতে ১১ জন রাজাকার- নিহত হয় এবং বাকিরা পালিয়ে যায়। মুক্তিযোদ্ধারা ১৪টি রাইফেল ও ১০০০ রাউন্ড গুলি উদ্ধার করেন। টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের ঘাটাইল ও ব্রাহ্মণশাসনের মাঝামাঝি স্থানে কালিদাসপাড়া সেতুর অবস্থান। কাদেরিয়া বাহিনী-র কোম্পানি কমান্ডার হাবিবুর রহমান, বীর বিক্রম- (জাহাজমারা হাবিব নামে পরিচিত)- এর নেতৃত্বে ২০-২২ জন মুক্তিযোদ্ধা ২৭শে জুলাই ভোররাতে কালিদাসপাড়া সেতুতে পাহারারত -রাজাকার দের আক্রমণ করেন। উভয় পক্ষের মধ্যে গোলাগুলি হয়। এতে ১১ জন রাজাকার নিহত হয় এবং বাকিরা বাংকার ছেড়ে পালিয়ে যায়। অপারেশন শেষে কমান্ডার হাবিব ১৪টি রাইফেল ও ১০০০ রাউন্ড গুলি উদ্ধার করেন। [শফিউদ্দিন তালুকদার]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ২য় খণ্ড

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!