You dont have javascript enabled! Please enable it!

কামালমুড়া গণহত্যা (বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া)

কামালমুড়া গণহত্যা (বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া) সংঘটিত হয় ১৮ ও ১৯শে নভেম্বর। এতে ৯ জন নারী, পুরুষ ও শিশু নিহত হয়।
কামালমুড়া পাহাড়পুর ইউনিয়নের একটি গ্রাম। গ্রামটি ভারতীয় সীমান্ত এলাকায় অবস্থিত। পাকিস্তানি বাহিনী এ গ্রামে হামলা চালাবে জানতে পেরে এলাকাবাসী গ্রাম ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তারা ভারতীয় সীমান্তের ভেতরে প্রবেশ করার সময় পাকিস্তানি বাহিনী নারী, পুরুষ ও শিশুসহ ৯ জনকে হত্যা করে। এ গণহত্যায় নিহতদের মধ্যে ৭ জনের নাম জানা গেছে। তারা হলেন- নজমুদ্দিন আমিন (৭০), ওসমান গনি (৩৫), আবদুল হাই (১৫), দিলু মিয়া (১৫), আবদু মিয়া (২০), টুক্কু মিয়ার স্ত্রী (৪০) এবং আহমদ ফকিরের মা (৬০)। তাদের মরদেহ ভারতীয় সীমান্তের ওপারে সমাহিত করা হয়। [মানিক রতন শর্মা]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ২য় খণ্ড

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!