You dont have javascript enabled! Please enable it! 1971.05.22 | কামার্তী গণহত্যা (কালিহাতী, টাঙ্গাইল) - সংগ্রামের নোটবুক

কামার্তী গণহত্যা (কালিহাতী, টাঙ্গাইল)

কামার্তী গণহত্যা (কালিহাতী, টাঙ্গাইল) সংঘটিত হয় ২২শে মে কালিহাতী উপজেলা সদর থেকে প্রায় দুই কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত কামার্তী গ্রামে। এ গ্রামটি পূর্বে ছিল কালিহাতী ইউনিয়নের অন্তর্গত, বর্তমানে কালিহাতী পৌরসভার অধীন। ঘটনার দিন পাকবাহিনী পার্শ্ববর্তী গ্রামগুলোর ঘরবাড়িতে অগ্নিসংযোগ করে কামার্তী হয়ে টাঙ্গাইল সদরে ফিরছিল। ঐ সময় কামার্তী গ্রামে -কাদেরিয়া বাহিনীর কোম্পানি কমান্ডার সাইদুর রহমান, বীর প্রতীক-এর নেতৃত্বে মুক্তিযোদ্ধাদের একটি দল অবস্থান করছিল। পাকবাহিনী কামার্তী গ্রামের ওপর দিয়ে যাওয়ার সময় মুক্তিযোদ্ধারা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে নাগবাড়ির দিকে চলে যান। তাঁদের খোঁজে পাকবাহিনী গ্রামটিতে তল্লাশি চালায়। কিন্তু তাঁদের কাউকে না পেয়ে তারা জমিতে চাষাবাদরত চারজন কৃষককে গুলি করে হত্যা করে এবং তিনজনকে টাঙ্গাইল সার্কিট হাউজে নিয়ে হত্যা করে। সেদিন এ হত্যাকাণ্ডের শিকার হন নূরুল হক, নছিম উদ্দিন, আলেপ উদ্দিন, আব্দুল গফুর, ফয়েজ উদ্দিন শেখ, রবি শেখ ও আমীর আলী। [শফিউদ্দিন তালুকদার]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ২য় খণ্ড