You dont have javascript enabled! Please enable it!

কামালপুর ইপিআর ক্যাম্প বধ্যভূমি (বকশীগঞ্জ, জামালপুর)

কামালপুর ইপিআর ক্যাম্প বধ্যভূমি (বকশীগঞ্জ, জামালপুর) জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার কামালপুর ইপিআর ক্যাম্প স্মৃতিস্তম্ভের উত্তর-পশ্চিম পাশে অবস্থিত। পাকসেনারা ভারত সীমান্তবর্তী বকশীগঞ্জ এলাকায় তিনটি ক্যাম্প স্থাপন করে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সুরক্ষিত ছিল কামালপুর ইপিআর ক্যাম্প। এ ক্যাম্পে পাকবাহিনী বিভিন্ন সময় অসংখ্য মানুষকে হত্যা করে। অনেক নারীকে পাশবিক নির্যাতন শেষে এ বধ্যভূমিতে হত্যা করা হয়। স্বাধীনতার পর এ বধ্যভূমিতে অনেক মানুষের মৃতদেহ পাওয়া যায়। এখানে জামালপুরের বিভিন্ন এলাকা থেকে ধরে এনে মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ-এর নেতাকর্মী ও সাধারণ মানুষকে শারীরিক নির্যাতনের পর হত্যা করা হয়। ৪ঠা ডিসেম্বর পাকসেনাদের আত্মসমর্পণের মাধ্যমে কামালপুর ইপিআর ক্যাম্প মুক্তিযোদ্ধাদের দখলে আসে। বর্তমানে এ বধ্যভূমিটি সংরক্ষিত অবস্থায় আছে। [রজব বকশী]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ২য় খণ্ড

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!