You dont have javascript enabled! Please enable it! 1971.08.15 | কানাইপুর গণহত্যা (নবীগঞ্জ, হবিগঞ্জ) - সংগ্রামের নোটবুক

কানাইপুর গণহত্যা (নবীগঞ্জ, হবিগঞ্জ)

কানাইপুর গণহত্যা (নবীগঞ্জ, হবিগঞ্জ) সংঘটিত হয় ১৫ই আগস্ট পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক। এ গণহত্যায় ৮ জন মানুষ শহীদ হন।
নবীগঞ্জ বাজারে সংঘটিত গণহত্যার পর হানাদার বাহিনী পার্শ্ববর্তী কানাইপুর গ্রামে প্রবেশ করে। নবীগঞ্জ বাজারে গণহত্যার খবর পেয়ে গ্রামের বেশিরভাগ মানুষ প্রাণভয়ে পার্শ্ববর্তী গ্রামে নিরাপদ আশ্রয় নেয়। ফলে পাকবাহিনী প্রবেশকালে বেশি লোকজন পায়নি। গ্রামে যে কয়েকজন লোক অবশিষ্ট ছিল তাদের একটি স্থানে জড়ো করে তারা গুলি করে হত্যা করে। একই সঙ্গে তারা অনেকগুলো বাড়িঘরে লুটতরাজ এবং অগ্নিসংযোগ করে। এ-সময় কয়েকজন নারী তাদের দ্বারা নির্যাতিত হন। গণহত্যায় কানাইপুর গ্রামের ৮ জন মানুষ শহীদ হন। তাদের মধ্যে ৪ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- উপেন্দ্র দেব, হরিপদ দেব, গোবিন্দ দেব ও ললিতমোহন দাস। [মুহম্মদ সায়েদুর রহমান]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ২য় খণ্ড