You dont have javascript enabled! Please enable it!

কানাহার বধ্যভূমি ও গণকবর (ফুলবাড়ী, দিনাজপুর)

কানাহার বধ্যভূমি ও গণকবর (ফুলবাড়ী, দিনাজপুর) দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলা শহরের উত্তর পাশে একটি পুকুরের উত্তর, দক্ষিণ ও পশ্চিম পাড়ে অবস্থিত। পশ্চিম পাড়ে একটি শানবাঁধানো ঘাট আছে। তার সঙ্গেই আছে দেয়ালঘেরা একটি ঈদগাহ। এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকে নভেম্বর মাসের শেষ পর্যন্ত প্রায় প্রতিদিন রাতের বেলা এখানে নিরপরাধ বাঙালিদের ধরে এনে হত্যা করা হয়।
ফুলবাড়ী থানায় পাকসেনাদের ক্যাম্প স্থাপিত হওয়ার পর থেকেই এ এলাকায় হত্যাকাণ্ড শুরু হয়। শান্তি কমিটি ও -রাজাকার- বাহিনী গঠিত হওয়ার পর তা আরো বেড়ে যায়। পাকবাহিনীর সহায়তায় শান্তি কমিটির চেয়ারম্যান রুম মোমিন ও সদস্য কেনান সরকারের নেতৃত্বে স্থানীয় বিহারিরা, রাজাকার কমান্ডার সগির আলী, ক্যাপ্টেন সানাউল্লা (খুবই দুর্ধর্ষ, নির্মমভাবে মানুষ খুন করত), আতাউল্লা, হরমুজ, আ. হাকিম, জুমরাতু, মঠারু, আবুল কাশেম, আবুল কালাম প্রমুখ ফুলবাড়ীর গ্রাম-গঞ্জ এবং দূর-দূরান্ত থেকে মুক্তিযুদ্ধে সহযোগিতাকারী সন্দেহে নিরীহ মানুষদের ধরে আনত। সারাদিন শহরের মিলিটারি ক্যাম্পে নির্যাতন করে রাতের বেলা কানাহার পুকুরপাড়ে নিয়ে গুলি করে কিংবা জবাই করে তাদের হত্যা করত। এভাবে প্রায় প্রতিদিন এখানে গুলি বা জবাই করে লোকজনদের হত্যা করা হতো। হত্যার পর কোনো লাশ মাটিচাপা দিত, আবার কোনো লাশ ফেলে রাখত। পরে এলাকার লোকজন লাশগুলো কবর দিত। ফুলবাড়ী শহরের ডাঙ্গা এলাকা থেকে মছির উদ্দিনসহ পাঁচজনকে একসঙ্গে এখানে এনে গুলি করে হত্যা করা হয়। শহরের শামসুদ্দিন হাজীও এ হত্যাকাণ্ডের শিকার হন। ফুলবাড়ী শহরের বাইরে থেকে যাদের ধরে এনে হত্যা করা হয়, তাদের পরিচয় পাওয়া যায়নি। স্থানীয় যাদের পরিচয় পাওয়া গেছে, তারা হলেন- মো. মছির উদ্দিন (পিতা বছির। উদ্দিন, ডাঙ্গা), অকুল উদ্দিন (পিতা মো. মছির উদ্দিন,। ডাঙ্গা), অফিজ উদ্দিন (পিতা মো. মছির উদ্দিন, ডাঙ্গা), ওহাদেল উদ্দিন (পিতা অকুল উদ্দিন, ডাঙ্গা), আশরাফ উদ্দিন (পিতা শহর উল্লাহ, কড়াইপাড়া), ইনু (পিতা কটা, পশ্চিম। গৌরিপাড়া), কফিল (পিতা কটা, পশ্চিম গৌরিপাড়া), আকবর (পিতা কটা, পশ্চিম গৌরিপাড়া), শামসুল হক (পিতা জব্বার শেখ, মধ্য গৌরিপাড়া), মোবারক (মধ্য গৌরিপাড়া), আব্দুল হামিদ (পিতা আব্দুল হাকিম, কাটাবাড়ি) এবং মোছা. সন্দেষিনী (স্বামী অছির উদ্দিন, ফুলবাড়ী; স্থানীয় আওয়ামী লীগ সেক্রেটারি মোজাফ্ফর হোসেনের মা)। [আব্দুল জলিল আহমেদ]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ২য় খণ্ড

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!