You dont have javascript enabled! Please enable it! কাতখালি বধ্যভূমি (শ্যামনগর, সাতক্ষীরা) - সংগ্রামের নোটবুক

কাতখালি বধ্যভূমি (শ্যামনগর, সাতক্ষীরা)

কাতখালি বধ্যভূমি (শ্যামনগর, সাতক্ষীরা) সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় অবস্থিত। এপ্রিল থেকে ডিসেম্বর মাস পর্যন্ত এখানে অসংখ্য মানুষকে হত্যা করা হয়। শ্যামনগর ইউনিয়নের চুনার নদীর একপাশে কাতখালি অবস্থিত। ১৯৭১ সালে সেখানে একটি খেয়াঘাট ছিল। খেয়াঘাট সংলগ্ন স্থানে স্থানীয় রাজাকার, আলবদর- ও পাকবাহিনীর লোকেরা কয়েক হাজার নিরীহ বাঙালিকে ধরে এনে নিষ্ঠুরভাবে হত্যা করে। তাদের লাশগুলো নদীতে ভাসতে থাকত। স্থানীয় লোকজন বল্লমের সাহায্যে পেট চিড়ে সেগুলোকে পানিতে ডুবিয়ে দিত। কোনো-কোনোটি স্থলভাগে পড়ে থাকত। খেয়াঘাট সংলগ্ন ঝোপ-ঝাড় থেকে শেয়াল ও শকুন এসে সেগুলো খেয়ে ফেলত। এক পর্যায়ে অবস্থা এমন দাঁড়িয়েছিল যে, গুলির শব্দ শুনে শেয়াল-শকুন না পালিয়ে নতুন খাবারের আশায় ঘটনাস্থলে ছুটে আসত। দেশ স্বাধীনের পর নদীর চরে বিপুল পরিমাণ মানুষের হাড়- গোড়, মাথার খুলি ও ব্যবহার্য উপকরণ, যেমন— শাঁখা, চুড়ি, চুলের ক্লিপ, ঘড়ির ফিতা ইত্যাদি পাওয়া যায়। ২০০২ সালের ১৬ই ডিসেম্বর শ্যামনগর শহীদ স্মৃতি পাঠাগারের উদ্যোগে বধ্যভূমির স্থানে একটি নামফলক স্থাপন করা হয়েছে। [মিজানুর রহমান]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ২য় খণ্ড