You dont have javascript enabled! Please enable it!

কাটাবাড়িয়া বড়দিঘিরপাড় গণকবর (কিশোরগঞ্জ সদর)

কাটাবাড়িয়া বড়দিঘিরপাড় গণকবর (কিশোরগঞ্জ সদর) কিশোরগঞ্জ সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের কাটাবাড়িয়া গ্রামে অবস্থিত। পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যার শিকার ১৩ জন মানুষকে এখানে গণকবর দেয়া হয়। কিশোরগঞ্জ শহর থেকে এ স্থানের দূরত্ব ৩ কিলোমিটার।
কিশোরগঞ্জ-ময়মনসিংহ মহাসড়কে পুলিশ লাইন্স সংলগ্ন স্থানে বড়পুল বধ্যভূমির অবস্থান। জুলাই থেকে অক্টোবর মাসের মধ্যে এ বধ্যভূমিতে হানাদার বাহিনী বিভিন্ন দফায় অনেক নিরীহ মানুষকে হত্যা করে। প্রথম দফায় জুলাই মাসের মাঝামাঝি সময়ে যাদের এ বধ্যভূমিতে হত্যা করা হয়, তাদের সকলের লাশ পুলের নিচে বহমান খালে ফেলে দেয়া হয়। প্রবল স্রোতে সেসব লাশ পূর্বদিকে ভাস্করখিলা বিলের মাঝখানে গিয়ে ভাসতে থাকে এবং এক সময় সেগুলো বিলের পানিতে পঁচে-গলে যায়। অক্টোবর মাসের প্রথমদিকে হানাদার বাহিনী ৭ জন নিরীহ বাঙালিকে এক সঙ্গে বেঁধে হত্যা করে এবং তাদের লাশও খালে ফেলে দেয়। স্রোতে ভেসে এসব লাশ বিশ্বনাথ ব্রিজ (স্থানীয়ভাবে বিছনার ব্রিজ নামে পরিচিত)- এর কাছে আটকে যায়। এক সময় এলাকাবাসী এসব লাশ উদ্ধার করে কাটাবাড়িয়া গ্রামের বড়দিঘি নামে খ্যাত বিশাল পুকুরের পূর্বদিকে চিতাশাল বা স্মশানঘাটের কাছে গণকবর দেয়। নভেম্বর মাসের শেষদিকে হানাদার পাকিস্তানি সেনারা আরো ৬ জন নিরীহ মানুষকে এ বধ্যভূমিতে হত্যা করে লাশ খালে ফেলে দেয়। এসব লাশও ভেসে বিছনার পুলের কাছে আটকে গেলে গ্রামবাসী উদ্ধার করে একই স্থানে কবর দেয়। [জাহাঙ্গীর আলম জাহান]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ২য় খণ্ড

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!