You dont have javascript enabled! Please enable it!

কাটিরহাট গণহত্যা (হাটহাজারী, চট্টগ্রাম)

কাটিরহাট গণহত্যা (হাটহাজারী, চট্টগ্রাম) সংঘটিত হয় ৯ই ডিসম্বর। এতে ৪ জন গ্রামবাসী শহীদ হন।
কাটিরহাট উচ্চ বিদ্যালয় ছিল পাকিস্তানি হানাদার বাহিনী ও রাজাকার-আলবদরদের শক্তিশালী ঘাঁটি। এ ঘাঁটি থেকে হানাদার বাহিনী রাজাকারদের সহযোগিতায় বিভিন্ন গ্রামে হানা দিয়ে লুটপাট ও বাড়িঘরে অগ্নিসংযোগ করত। তারা নিরীহ মানুষদের ধরে নিয়ে অত্যাচার-নির্যাতন করত। ৯ই ডিসেম্বর ভোরে হানাদাররা একদল রাজাকারকে সঙ্গে নিয়ে কাটিরহাট বাজারের পূর্বদিকের গ্রামে হামলে পড়ে। তারা গ্রামের বেশ কয়েকটি বাড়িঘরে অগ্নিসংযোগ করে। এ সময় -রাজাকার-রা মুক্তিযোদ্ধাদের সহযোগী সন্দেহে বেশ কয়েকটি বাড়িতে লুটপাট চালিয়ে সহায়-সম্পদ লুটে নেয় এবং অত্র গ্রামে আশ্রিত নারীসহ ১১ জন ব্যক্তিকে ধরে হানাদারদের হাতে তুলে দেয়। হানাদার বাহিনী ঘটনাস্থলেই ৪ জনকে গুলি করে হত্যা করে। নিহতরা হলেন- সিরাজুল হক ভোলা (পিতা মকবুল আহমদ সারাং, ধলই), ফোরক আহমদ (পিতা হাচি মিয়া, পূর্ব মন্দাকিনী), আছিয়া খাতুন (স্বামী ফোরক আহমদ, পূর্ব মন্দাকিনী) এবং হাছিনা বেগম (পিতা ফোরক আহমদ, পূর্ব মন্দাকিনী)। [জামাল উদ্দিন]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ২য় খণ্ড

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!