You dont have javascript enabled! Please enable it! 1971.08.26 | কাজীর দিঘির পাড় যুদ্ধ (রায়পুর, লক্ষ্মীপুর) - সংগ্রামের নোটবুক

কাজীর দিঘির পাড় যুদ্ধ (রায়পুর, লক্ষ্মীপুর)

কাজীর দিঘির পাড় যুদ্ধ (রায়পুর, লক্ষ্মীপুর) সংঘটিত হয় ২৬শে আগস্ট। এতে কোনো পক্ষেরই ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনার দিন পূর্ব থেকেই মুক্তিযোদ্ধারা খবর পান যে, পাকবাহিনী রামগঞ্জ-লক্ষ্মীপুর সড়ককে নিরাপদ রাখার জন্য টহল দিতে আসবে। এ খবর পেয়ে হাবিলদার আবদুল মতিন পাটোয়ারীর নেতৃত্বে কয়েকজন মুক্তিযোদ্ধা কাফিলাতলী বাজারের দক্ষিণে এম্বুশ করেন। সকাল দশটার দিকে পাক টহল দলটি কাজীর দিঘির পাড় পার হয়ে উত্তর দিকে অগ্রসর হয়। সঙ্গে-সঙ্গে মুক্তিযোদ্ধারা ফায়ার করেন। পাকসেনারা পেছন দিকে দৌড়ে গিয়ে কাজীর দিঘির পাড় মসজিদে প্রবেশ করে। মুক্তিযোদ্ধারা মসজিদকে তিনদিক থেকে ঘিরে ফেলেন। উভয় পক্ষ থেমে-থেমে ফায়ার করতে থাকে। বেলা ১টার দিকে লক্ষ্মীপুর থেকে পাকিস্তানি উদ্ধার বাহিনী এসে পড়লে মুক্তিযোদ্ধারা সরে পড়েন। এরপর পাকবাহিনী মসজিদ থেকে বের হয়ে ক্যাম্পের দিকে চলে যায়। [গাজী গিয়াস উদ্দিন]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ২য় খণ্ড