কাঞ্চনগাতি গণহত্যা (তেরখাদা, খুলনা)
কাঞ্চনগাতি গণহত্যা (তেরখাদা, খুলনা) ২৫শে মে সংঘটিত হয়। হানাদার বাহিনীর এ গণহত্যায় ৯ জন গ্রামবাসী শহীদ হন।
খুলনা জেলার তেরখাদা উপজেলায় কাঞ্চনগাতি গ্রামের অবস্থান। ঘটনার দিন তেরখাদার এ দেশীয় কিছু দালাল খুলনা থেকে পাকবাহিনীর কিছু সৈন্য নিয়ে তেরখাদায় আসে এবং কাঞ্চনগাতি গ্রামে গণহত্যা চালায়। কাঞ্চনগাতি গণহত্যায় ৯ জন গ্রামবাসী শহীদ হন। তেরখাদা আসার পথে তারা ক্যাপ্টেন ফোহাম উদ্দীন, আব্দুল ওহাব মোল্লা, এম এ দাউদ রতন ও সুনীল কুমারের বাড়িসহ সাহাপাড়া গ্রামে অগ্নিসংযোগ এবং লুটপাট করে। একই দিন তারা কাঞ্চনগাতি গ্রামের নলিনী রঞ্জন সাহা ও প্রফুল্ল কুমার সাহার বাড়িসহ শতাধিক ঘরবাড়িতে অগ্নিসংযোগ করে। খুলনা ফেরার পথে পাকবাহিনী ছাচিয়াদহ গ্রামের অনেক ঘরবাড়িতে লুটপাট এবং অগ্নিসংযোগ করে। এভাবে পাকবাহিনী এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে। দূর-দূরান্তের হওয়ায় কাঞ্চনগাতি গণহত্যায় শহীদদের পরিচয় পাওয়া জানা যায়নি। [মো. আলতাফ হোসেন]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ২য় খণ্ড