You dont have javascript enabled! Please enable it! 1971.08.26 | কাঁঠালতলী গণহত্যা (কটিয়াদী, কিশোরগঞ্জ) - সংগ্রামের নোটবুক

কাঁঠালতলী গণহত্যা (কটিয়াদী, কিশোরগঞ্জ)

কাঁঠালতলী গণহত্যা (কটিয়াদী, কিশোরগঞ্জ) সংঘটিত হয় ২৬শে আগস্ট। কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়নের অন্তর্গত কাঁঠালতলী গ্রামে পাকিস্তানি হানাদার ও রাজাকার বাহিনী যৌথভাবে এ গণহত্যা চালায়। এ-সময় তারা পার্শ্ববর্তী এলাকার কয়েকজন নিরীহ গ্রামবাসীকেও হত্যা করে। গণহত্যার শিকার যাঁদের পরিচয় জানা গেছে, তাঁরা হলেন- মো. আবুল হাসিম (পিতা মশ্ৰব আলী, কাঁঠালতলী; ক্ষুদ্র কৃষক), দিলীপ দত্ত (পিতা ক্ষিতীশ চন্দ্র দত্ত, কাঁঠালতলী), নলিনীকান্ত দাস ননী (পিতা শ্রীনাথ দাস, ভবানীপুর), টুকু মিয়া (নিমকপুরুরা), নীরদচন্দ্র সরকার (মুমুরদিয়া, কাঁঠালতলীর দীনদয়াল বণিকের বাড়িতে আশ্রিত ছিলেন), রঞ্জিতচন্দ্র সরকার (পিতা নীরদচন্দ্র সরকার, মুমুরদিয়া), মো. আশ্রব আলী (পিতা শেখ মজমউদ্দিন, কাঁঠালতলী; কৃষক), মো. ইন্নছ আলী (পিতা গোলাম আলী, কাঁঠালতলী; কৃষক), মো. ইছব আলী (পিতা শেখ আবেদ, কাঁঠালতলী), মাখনচন্দ্র দাস (বসতগ্রাম, কাঁঠালতলীর হেমেন্দ্র কুমার সরকারের বাড়িতে আশ্রিত ছিলেন), নিদু মিয়া (পিতা গোলাম আলী, কাঁঠালতলী; কৃষক) এবং আবদুর রশিদ (পিতা আবুল হাসিম ডাক্তার, পশ্চিম সহশ্রাম)। শহীদদের স্মরণে নামসহ একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে। [মো. রফিকুল হক আখন্দ]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ২য় খণ্ড