কাইক্কারটেক হাট অপারেশন (সোনারগাঁ, নারায়ণগঞ্জ)
কাইক্কারটেক হাট অপারেশন (সোনারগাঁ, নারায়ণগঞ্জ) পরিচালিত হয় ১৮ই জুলাই। এদিন দুপুর ১টার দিকে মুক্তিযোদ্ধারা ব্রহ্মপুত্র নদের পাড়ে নৌকা থামিয়ে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানার কাইক্কারটেক হাটে আসেন বাজার করতে। এমন সময় পাঁচজন পাকসেনা একটি জিপে করে হাটে আসে। তাদের চারজন জিপ থেকে নেমে মুরগি কিনে জিপের ভেতরে রেখে আবার কিছু কেনার জন্য ঘোরাঘুরি করে। এমন সময় নারায়ণগঞ্জ সদরের মুক্তিযোদ্ধা মো. গিয়াসউদ্দিনের নেতৃত্বে বন্দরের মো. নুরুজ্জামান, সাহাবুদ্দিন খান সবুজ, নারায়ণগঞ্জের দুলাল, কাজী ইসহাক, কুতুব শামসুদ্দীন, বাবুল ও হাতেম তাদের হ্যান্ডসআপ করিয়ে নদীর পাড়ে এনে নৌকায় তোলেন। সঙ্গে-সঙ্গে নৌকা ছেড়ে দেয় এবং ব্রহ্মপুত্র নদের ওপারে কলাবাগ নামক স্থানে গিয়ে নৌকা তীরে ভেড়ে। এরপর মুক্তিযোদ্ধারা পাকসেনাদের তীরে নামিয়ে গুলি করে হত্যা করেন। [রীতা ভৌমিক]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ২য় খণ্ড