You dont have javascript enabled! Please enable it! বাংলাদেশের মুক্তিযুদ্ধে মাস্টার দা সূর্য সেনের সহযোগী ও ভারতের সমাজসেবিকা কল্পনা দত্ত যোশী - সংগ্রামের নোটবুক

কল্পনা দত্ত যোশী

কল্পনা দত্ত যোশী (১৯১৩-১৯৯৫) মাস্টার দা সূর্য সেনের সহযোগী ও ভারতের সমাজসেবিকা। তিনি ১৯১৩ সালের ২৭শে জুলাই পূর্ব বাংলার চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। চট্টগ্রাম থেকে ম্যাট্রিকুলেশন পাসের পর তিনি বেথুন কলেজে স্নাতক শ্রেণিতে ভর্তি হন। তিনি ছাত্রী সংঘ (Women Students Association) নামে একটি বিপ্লবী সংগঠনে যোগদান করেন। এ সংগঠনের সক্রিয় সদস্যদের মধ্যে ছিলেন বীণা দাস ও প্রীতিলতা ওয়াদ্দেদার। শিক্ষা জীবন শেষে তিনি ভারতের কমিউনিস্ট পার্টি (সিপিআই)-তে যোগদান করেন। তিনি মাস্টার দা সূর্য সেনের নেতৃত্বাধীন সশস্ত্র স্বাধীনতা আন্দোলনের সদস্য ছিলেন, যাঁরা পরবর্তীকালে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করেছিলেন (১৮ই এপ্রিল ১৯৩০)। ১৯৩৩ সালের ১৯শে মে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন মামলায় তাঁকে গ্রেফতার করা হয় এবং আজীবন দ্বীপান্তরের দণ্ড দেয়া হয়। তিনি ১৯৩৯ সালে মুক্তি লাভ করেন। ১৯৪০ সালে তিনি কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং ১৯৪৩ সালে ভারতের কমিউনিস্ট পার্টির তৎকালীন সাধারণ সম্পাদক পুরন চাঁদ যোশীর সঙ্গে পরিণয়ে আবদ্ধ হন। ইংরেজি ভাষায় তাঁর রচিত Chittagong Armoury Raiders : Reminiscences শীর্ষক আত্মজীবনীমূলক গ্রন্থ ১৯৪৫ সালে প্রকাশিত হয়। এক সময় তিনি ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউটে যোগদান করেন এবং অবসর গ্রহণের পূর্ব পর্যন্ত সেখানে দায়িত্ব পালন করেন। ১৯৯৫ সালের ৮ই ফেব্রুয়ারি তিনি মৃত্যুবরণ করেন। ৭১-এর মুক্তিযুদ্ধকালে তিনি বাংলাদেশের পক্ষে সক্রিয় প্রচেষ্টা চালান। মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১২ সালের ২০শে অক্টোবর বাংলাদেশ সরকার কর্তৃক কল্পনা দত্ত যোশী-কে মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা (মরণোত্তর) প্রদান করা হয়। [কাজী সাজ্জাদ আলী জহির]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ২য় খণ্ড