You dont have javascript enabled! Please enable it!

কলাবাড়ি ইউনিয়ন স্মৃতিসৌধ (কোটালীপাড়া, গোপালগঞ্জ)

কলাবাড়ি ইউনিয়ন স্মৃতিসৌধ (কোটালীপাড়া, গোপালগঞ্জ) কোটালীপাড়া থানার উত্তর প্রান্তে কলাবাড়ি গ্রামে অবস্থিত। পাকহানাদার বাহিনী দুবার এখানে গণহত্যা চালায় – প্রথমবার ১৪ই মে এবং দ্বিতীয় বার ১২ই অক্টোবর। এ দুটি গণহত্যায় মতিলাল বাড়ৈ, সুচিত্র বাড়ৈ, সুভাষ সরকার, রতিকান্ত সরকার, রাজেন বিশ্বাস, তরণীকান্ত বালা, সুভাষ হালদার, অম্বিকাচরণ বাড়ৈ, গোপালকৃষ্ণ অধিকারী, বিজয় কৃষ্ণ অধিকারী ও ফটিক লাল মাঝিসহ অসংখ্য সাধারণ মানুষ নিহত হন। তাদের স্মৃতি ধরে রাখার লক্ষ্যে কোটালীপাড়া থানার কালিগঞ্জ বাজারে কলাবাড়ি ইউনিয়ন স্মৃতিসৌধটি নির্মাণ করা হয়। কালিগঞ্জ বাজারের উত্তর প্রান্তে ব্রিজের পূর্ব পার্শ্বে এটি অবস্থিত। বেসরকারি উদ্যোগে এ স্মৃতিসৌধটি নির্মাণ করা হয়। স্থানীয়দের অর্থায়নে এবং বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সহদেব বৈদ্য-এর উদ্যোগে প্রায় দুই লক্ষ টাকা ব্যয়ে ২০১৩ সালের ডিসেম্বর মাসে এর নির্মাণ কাজ সম্পন্ন হয়। অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও মুক্তিযুদ্ধের সংগঠক তরণীকান্ত অধিকারী, ইঞ্জিনিয়ার গোপাল কৃষ্ণ বাগচী, মুক্তিযোদ্ধা মধুসূধন হালদার, মুক্তিযোদ্ধা বাসুদেব বাড়ৈসহ এলাকার রাজনৈতিক নেতা-কর্মীরা এর নির্মাণ কাজে সার্বিক সহযোগিতা প্রদান করেন। ২০১৪ সালের ২১শে ফেব্রুয়ারি সকালে কবি আসাদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্মৃতিসৌধটির উদ্বোধন করেন। [রবীন্দ্রনাথ অধিকারী]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ২য় খণ্ড

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!