You dont have javascript enabled! Please enable it! 1971.10.26 | কলাবাড়ি ব্রিজ যুদ্ধ (মাদারীপুর সদর) - সংগ্রামের নোটবুক

কলাবাড়ি ব্রিজ যুদ্ধ (মাদারীপুর সদর)

কলাবাড়ি ব্রিজ যুদ্ধ (মাদারীপুর সদর) সংঘটিত হয় ২৬শে অক্টোবর। সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত যুদ্ধ চলে। যুদ্ধে পাকবাহিনীর একজন ক্যাপ্টেন নিহত হয়। বাকি পাকিস্তানি সৈন্যরা পালিয়ে যায়।
কলাবাড়ি ব্রিজের দক্ষিণে মহাসড়ক থেকে একটি রাস্তা বাহাদুরপুর ও কলাগাছিয়া গ্রামের দিকে গেছে। এ দুই গ্রামের বিভিন্ন বাড়িতে মুক্তিযোদ্ধাদের আস্তানা ছিল। আস্তানাগুলোর নিরাপত্তার জন্য এ রাস্তার প্রবেশ মুখে সর্বক্ষণ মুক্তিযাদ্ধাদের পেট্রোল ডিউটি থাকত। ২৬শে অক্টোবর সকালে পাকিস্তানি সেনাবাহিনীর একজন ক্যাপ্টেনের নেতৃত্বে একদল সেনা ঘটকচর ব্রিজের কাছে গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে কলাবাড়ি ব্রিজের দিকে অগ্রসর হয়। তাদের মূল লক্ষ্য ছিল কমলাপুর ও কলাগাছিয়া গ্রামে অবস্থিত মুক্তিযোদ্ধাদের আস্তানাগুলোতে আক্রমণ করা। কলাবাড়ি ব্রিজের কাছে এলে বীর মুক্তিযোদ্ধা আতিকুর রহমানের নেতৃত্বে পেট্রোল ডিউটিরত ১৮ জন মুক্তিযোদ্ধা তাদের গতি রোধ করার জন্য ফায়ার ওপেন করলে দুপক্ষের মধ্যে যুদ্ধ শুরু হয়। সকাল ৮টায় শুরু হয়ে বিকেল ৩টা পর্যন্ত অবিরাম যুদ্ধ চলে। এক পর্যায়ে আতিকুর রহমান পাকবাহিনীর ক্যাপ্টেন দেলোয়ার হোসেন খানকে লক্ষ করে গুলি ছুড়লে বুকে বুলেটবিদ্ধ হয়ে সে লুটিয়ে পড়ে। তাদের দলনেতা নিহত হলে বাকি সৈন্যরা পিছু হটে ও পালিয়ে যায়। [বেনজীর আহম্মদ টিপু]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ২য় খণ্ড