কলাগাছিয়া জাহাজ অপারেশন (বন্দর, নারায়ণগঞ্জ)
কলাগাছিয়া জাহাজ অপারেশন (বন্দর, নারায়ণগঞ্জ) পরিচালিত হয় নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে। এ সময় নারায়ণগঞ্জ বন্দরের অন্তর্গত এ স্থানে শীতলক্ষ্যা নদীতে পাকবাহিনীর মিনিকিন ও মিনিলেডি নামে দুটি জাহাজ নোঙর করা ছিল। জাহাজদুটি ডুবিয়ে দেয়ার উদ্দেশ্যেই এ অপারেশন পরিচালিত হয়। অপারেশনের দিন নৌকমান্ডো আবিদুর রহমান আবীদের নেতৃত্বে এমদাদুল হক, বাচ্চু মিয়া পাটোয়ারী, সাইদুর রহমান, আজাহার হোসেন, শহীদউল্লাহ, মতিউর রহমান, হেদায়েত উল্লাহ, হাবিবুল হক খোকন ও কালু – এই দশজন নৌকমান্ডো কলাগাছিয়ার ধনাঢ্য ব্যক্তি জয়নাল মিয়ার বাড়িতে আশ্রয় নেন। সেখান থেকে এসে তাঁরা রাতের অন্ধকারে নদীতে নেমে জাহাজ দুটিতে মাইন স্থাপন করেন। যথাসময়ে মাইন বিস্ফোরিত হলে জাহাজ দুটি ডুবে যায়। এ অপারেশনে নৌকমান্ডোদের কভার দেন কলাগাছিয়ার সাহাবুদ্দীন খান, মহজমপুরের লিয়াকত, বন্দরের কুতুব, মিলন, সামসুদ্দীন, দুলাল, গিয়াস, ন্যাভাল এস কে আব্দুস সোবহান, সালাউদ্দীন তপু এবং সোনাকান্দা গ্রামের আইয়ুব আলী। [রীতা ভৌমিক]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ২য় খণ্ড