You dont have javascript enabled! Please enable it! করৈয়া উচ্চ বিদ্যালয় ক্যাম্প যুদ্ধ (ছাগলনাইয়া, ফেনী) - সংগ্রামের নোটবুক

করৈয়া উচ্চ বিদ্যালয় ক্যাম্প যুদ্ধ 

করৈয়া উচ্চ বিদ্যালয় ক্যাম্প যুদ্ধ (ছাগলনাইয়া, ফেনী) সংঘটিত হয় ভাদ্র মাসে (সেপ্টেম্বরের মাঝামাঝি) এতে পাকিস্তানি মিলিশিয়া ও রাজাকার বাহিনীর বেশ কয়েকজন সদস্য হতাহত হয়। অপরপক্ষে ২ জন মুক্তিযোদ্ধা শহীদ হন।
ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলাধীন করৈয়া উচ্চ বিদ্যালয়ে রাজাকার বাহিনীর একটি শক্ত ক্যাম্প ছিল। এ ক্যাম্পে রাজাকারদের সঙ্গে পাকিস্তানি মিলিশিয়া বাহিনীও অবস্থান করত। পরিকল্পনা মোতাবেক ভাদ্র মাসের কোনো এক বর্ষণমুখর রাতে মুক্তিযোদ্ধারা করৈয়া উচ্চ বিদ্যালয়ের ক্যাম্পে আক্রমণ করেন। তাঁরা ক্যাম্পের তিন দিকে অবস্থান নিয়ে ক্যাম্প লক্ষ করে গুলিবর্ষণ করেন। উভয় পক্ষের মধ্যে আধাঘণ্টার মতো গোলাগুলি চলার পর কৌশলগত কারণে মুক্তিযোদ্ধারা অবস্থান ত্যাগ করে পূর্বনির্ধারিত স্থানে একত্রিত হন। সেখানে এসে দেখতে পান তাঁদের ২ জন সহযোদ্ধা নেই। পরে তাদের মৃতদেহ ফরাদ নগর ইউনিয়নের লালচর থেকে উদ্ধার করা হয়। লালচরের নদীর পাড়ে তাঁদের সমাহিত করা হয়। এ ২ জন শহীদ মুক্তিযোদ্ধা হলেন- মো. শাহজাহান (পিতা মৌলভী ছেরাজুল হক, পূর্ব মনুয়া) এবং মো. কামাল (ফাজিলপুর)। এ-যুদ্ধে পাকিস্তানি মিলিশিয়া বাহিনী ও রাজাকার বাহিনীর বেশ কয়েকজন সদস্য হতাহত হয়। [মো. ফখরুল ইসলাম]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ২য় খণ্ড