You dont have javascript enabled! Please enable it!

বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতীয় জাতীয় কংগ্রেসের কেন্দ্রীয় নেতা করণ সিং

করণ সিং (জন্ম ১৯৩০) ভারতীয় জাতীয় কংগ্রেসের কেন্দ্রীয় নেতা, সাবেক ইউনিয়ন মন্ত্রী, লোকসভা ও রাজ্যসভার সদস্য এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে পূর্ব- ইউরোপে বিশেষ ভূমিকা পালনকারী ভারতের রাজনীতিবিদ। জম্মু ও কাশ্মীর রাজ্যের সর্বশেষ শাসক মহারাজা হরি সিং-এর পুত্র করণ সিং ১৯৩০ সালের ৯ই মার্চ ফ্রান্সের কান শহরে তিনি জন্মগ্রহণ করেন। শ্রীনগরের প্রতাপ কলেজ থেকে বিএ এবং দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে এমএ ও পিএইচডি ডিগ্রি লাভ করেন। ১৯৬৫-১৯৬৭ সাল পর্যন্ত তিনি জম্মু ও কাশ্মীরের গভর্নরের দায়িত্ব পালন করেন। ১৯৬৭-১৯৮৪ সাল পর্যন্ত তিনি লোকসভার সদস্য ছিলেন। ১৯৬৭ সালে তিনি ভারতের কেন্দ্রীয় সরকারের পর্যটন ও বেসামরিক বিমান চলাচল মন্ত্রী নিযুক্ত হন। ১৯৭৭ সাল পর্যন্ত তিনি একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। ২০০৫ সালে তিনি ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক খেতাব পদ্মবিভূষণ লাভ করেন। বিশিষ্ট রাজনীতিক, মেধাবী ব্যক্তিত্ব ও পণ্ডিত হিসেবে সর্বমহলে খ্যাত করণ সিং বানারস হিন্দু বিশ্ববিদ্যালয়, জম্মু ও কাশ্মীর বিশ্ববিদ্যালয়, জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ছিলেন।
ভারতের ইউনিয়ন মন্ত্রী এবং প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী-র বিশেষ প্রতিনিধি হিসেবে ১৯৭১ সালে করণ সিং বাংলাদেশের মুক্তিযুদ্ধ, পাকিস্তানিদের নিপীড়ন ও হত্যাযজ্ঞ এবং বাংলাদেশ প্রশ্নে ভারতের নীতি ব্যাখ্যা করার উদ্দেশ্যে পূর্ব-ইউরোপ সফর করেন। সে-সময়ের পূর্ব জার্মানি, চেকোস্লোকাভিয়া, রুমানিয়া ও যুগোস্লাভিয়া সফর করে তিনি বাংলাদেশের পক্ষে এসব দেশের সরকার ও জনমতকে প্রভাবিত করেন। তাঁর এ সফর বাংলাদেশ প্রশ্নে পূর্ব-ইউরোপ তথা বিশ্ব-জনমত গঠনে ইতিবাচক ভূমিকা পালন করে। মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার ২০১২ সালে করণ সিং-কে ‘মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা’ (মরণোত্তর) প্রদান করে। একাধিক কাব্য গ্রন্থের প্রণেতা করণ সিং বর্তমানে অবসর জীবন যাপন করছেন [জালাল আহমেদ]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ২য় খণ্ড

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!