কদমতলী পাকিস্তানি ক্যাম্প আক্রমণ
কদমতলী পাকিস্তানি ক্যাম্প আক্রমণ (সিলেট সদর) পরিচালিত হয় ১৩ই ডিসেম্বর। এতে মিত্রবাহিনী র সুবেদার রানা শহীদ এবং কয়েকজন আহত হন। অপরপক্ষে পাকবাহিনীর ৩ সেনা নিহত হয়। শেষ পর্যন্ত পাকবাহিনী পরাজিত হয়ে আত্মসমর্পণ করে।
সিলেট সদর উপজেলাধীন দক্ষিণ সুরমার কদমতলীতে পাকিস্তানি হানাদার বাহিনীর ক্যাম্প ছিল। ১৩ই ডিসেম্বর ১১ জন মুক্তিযোদ্ধা এ ক্যাম্প আক্রমণ করেন। মিত্রবাহিনীর সুবেদার রানার নেতৃত্বে একটি দল তাঁদের সহায়তা করে। মুক্তিযোদ্ধাদের আক্রমণের মুখে পাকসেনারা প্রতিরোধ করলে দুপক্ষের মধ্যে তীব্র গুলি বিনিময় হয়। এক পর্যায়ে গুলিবিদ্ধ হয়ে সুবেদার রানা শহীদ এবং কয়েকজন আহত হন। এ- যুদ্ধে পাকবাহিনীর ৩ সেনা নিহত হয়। বিকেলের দিকে হানাদার বাহিনীর ৩১ জন সেনা মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করে। এরপর দক্ষিণ সুরমা এলাকা শত্রুমুক্ত হয়। এ আক্রমণের স্মৃতি ধরে রাখার জন্য কদমতলীতে মুক্তিযোদ্ধা চত্বর নির্মিত হয়। দেশের বিভিন্ন অঞ্চল থেকে সিলেটে আসা লোকজন কদমতলী বাসস্ট্যান্ড এলাকায় এ চত্বরটি দেখতে পারেন। [মো. মুহিবুর রহমান]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ২য় খণ্ড