You dont have javascript enabled! Please enable it! বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের মানবাধিকার কর্মী ও রাজনীতিবিদ কবিতা বসু - সংগ্রামের নোটবুক

বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের মানবাধিকার কর্মী ও রাজনীতিবিদ কবিতা বসু

কবিতা বসু (১৯৩২-২০০৩) ভারতের মানবাধিকার কর্মী ও রাজনীতিবিদ। তিনি ১৯৩২ সালের ৯ই এপ্রিল কোলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি কোলকাতার সিটি কলেজ থেকে স্নাতক ও কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে সমাজসেবায় স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। কলেজে অধ্যয়নকালে তিনি রাজনীতিতে যুক্ত হন। তিনি বঙ্গীয় প্রাদেশিক ছাত্র পরিষদ ও ভারতীয় কমিউনিস্ট পার্টির সদস্য ছিলেন। রাজ্যে সংঘটিত বিভিন্ন কমিউনিস্ট আন্দোলনে তিনি সক্রিয় অংশগ্রহণ করেন। তিনি সমাজসেবামূলক ও জনকল্যাণকর বিভিন্ন কর্মে নিয়োজিত ছিলেন। ২০০৩ সালে তিনি মৃত্যুবরণ করেন।
বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন সময়ে বাংলাদেশের পক্ষে জনমত সৃষ্টির জন্য কবিতা বসু বিভিন্ন সভা-সমাবেশের আয়োজন করেন। এর মাধ্যমে শরণার্থীদের জন্য অর্থ সংগ্রহ করে তিনি তা শরণার্থী শিবির-এ প্রেরণের ব্যবস্থা করেন।
দমদমস্থ তাঁর বাড়িতে তিনি মুক্তিযোদ্ধাদের থাকার ব্যবস্থা করেন। তিনি বিভিন্ন সময় কোলকাতার বিভিন্ন শরণার্থী শিবিরে গমন করে দুঃস্থদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন এবং তাঁদের সেবা-শুশ্রূষা করেন। মুক্তিযোদ্ধাদের জন্য রসদ সংগ্রহ করে তিনি নিজে সীমান্ত এলাকায় স্থাপিত মুক্তিবাহিনীর বেশকিছু শিবিরে বিতরণ করতেন। মুক্তিযুদ্ধে তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার কর্তৃক ২৪শে মার্চ ২০১৩ কবিতা বসু-কে মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা (মরণোত্তর) প্রদান করা হয়। [কাজী সাজ্জাদ আলী জহির]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ২য় খণ্ড