বীর প্রতীক কবির আহমেদ
কবির আহমেদ, বীর প্রতীক (জন্ম ১৯৩৯) অনারারি ক্যাপ্টেন ও মুক্তিযুদ্ধের একজন অকুতোভয় সৈনিক। ১৯৩৯ সালের ৪ঠা ডিসেম্বর চট্টগ্রাম জেলার অন্তর্গত মিরেসরাই উপজেলার গোলাকেরহাট ইউনিয়নের মোবারকঘোনা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর পিতা বদিউর রহমান এবং মাতা ছাফিয়া খাতুন।
৭১ সালে কবির আহমেদ পাকিস্তান সেনাবাহিনীতে চাকরিতে নিয়োজিত ছিলেন। তিনি ক্যাপ্টেন রফিকুল ইসলামের অধীনে ১নং সেক্টরের ২নং সাব-সেক্টরে যুদ্ধ করেন। মহান মুক্তিযুদ্ধে সাহসিকতার সঙ্গে যুদ্ধ করে স্বাধীনতা অর্জনে বলিষ্ঠ ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার কর্তৃক তাঁকে ‘বীর প্রতীক’ খেতাবে ভূষিত করা হয়। তিনিদ ১ কন্যা ও ৩ পুত্র সন্তানের জনক। তাঁর স্ত্রীর নাম বিবি ফাতেমা। [হারুন রশীদ]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ২য় খণ্ড