কবিরহাট হাইস্কুল রাজাকার ক্যাম্প অপারেশন
কবিরহাট হাইস্কুল রাজাকার ক্যাম্প অপারেশন (কবিরহাট, নোয়াখালী) পরিচালিত হয় ২৭শে নভেম্বর। মুক্তিযোদ্ধাদের এ অপারেশনে ৮ জন রাজাকার নিহত হয়। রাজাকার ক্যাম্প থেকে মুক্তিযোদ্ধারা প্রচুর অস্ত্র ও গোলাবারুদ হস্তগত করেন।
কবিরহাট হাইস্কুল ক্যাম্প থেকে গিয়ে রাজাকাররা স্থানীয় মানুষের ওপর বিশেষ করে হিন্দুদের বাড়িতে নানারকম নির্যাতন-নিপীড়ন করত। তারা লুটপাট ও নারীদের ওপর পাশবিক নির্যাতন চালাত, স্বাধীনতার পক্ষের লোকজন বিশেষ করে মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ-এর নেতা- কর্মীদের আত্মীয়-স্বজনকে ধরে এনে এখানে আটকে রেখে নির্যাতন ও হত্যা করত। এদের অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে ওঠে। এসব অত্যাচার ও হত্যার প্রতিশোধ এবং রাজাকারদের দমন করার জন্য মুক্তিযোদ্ধারা এ ক্যাম্প আক্রমণের সিদ্ধান্ত নেন। ২৭শে নভেম্বর কমান্ডার রফিকের নেতৃত্বে শতাধিক মুক্তিযোদ্ধা অপারেশনে অংশ নেন। অপারেশনে ক্যাম্পের কমান্ডার আবদুল জলিলসহ ৮ জন রাজাকার ঘটনাস্থলে নিহত হয়। অন্যরা রাতের অন্ধকারে পালিয়ে যায়। মুক্তিযোদ্ধারা ক্যাম্প থেকে রাজাকারদের ফেলে যাওয়া বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ নিজেদের দখলে নেন। এ অপারেশনের পর পাকবাহিনী বা রাজাকাররা এখানে আর কোনো ক্যাম্প চালু করেনি। এ অপারেশনে বিজয়ের ফলে মুক্তিযোদ্ধাদের সাহস বৃদ্ধি পায় [মো. ফখরুল ইসলাম]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ২য় খণ্ড