You dont have javascript enabled! Please enable it!

কঙ্গাই বড়বাড়ি গণহত্যা

কঙ্গাই বড়বাড়ি গণহত্যা (চান্দিনা, কুমিল্লা) সংঘটিত হয় ২৭শে অক্টোবর। এতে ১০ জন মানুষ নৃশংস হত্যার শিকার হন।
কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার কঙ্গাই উত্তরপাড়ার বড়বাড়ির আবদুল গফুরের পুত্র আবদুস সামাদ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। স্থানীয় রাজাকার-রা চান্দিনা হানাদার ক্যাম্পে গিয়ে জানায় যে, আবদুস সামাদসহ শতাধিক মুক্তিযোদ্ধা কঙ্গাই বড়বাড়িতে অবস্থান করছে। সংবাদটি সঠিক ছিল না। এ সংবাদের ওপর ভিত্তি করে পাকবাহিনীর বিশাল একটি দল ২৭শে অক্টোবর সকালে কঙ্গাই বড়বাড়ি ঘিরে গুলি চালায়। পাল্টা কোনো জবাব না পেয়ে তারা ঐ বাড়িতে প্রবেশ করে নিরস্ত্র-নিরপরাধ ১০ জন মানুষকে নৃশংসভাবে হত্যা করে। এদিন কঙ্গাই বড়বাড়িতে যারা শহীদ হন, তারা হলেন- মো. মোছলেহ উদ্দিন, ছিদ্দিকুর রহমান, ওহাব আলী, আবদুস সামাদ, কেরামত আলী, বজলুর রহমান, আয়েত আলী, আবিদ আলী, আফসার উদ্দিন ও ধনু মনিয়া। একই পরিবারের এ ১০ জন শহীদকে তাদের বাড়ির পাশে ধীরেন্দ্র বণিকের জমিতে একই কবরে সমাহিত করা হয়। [শফিউদ্দিন তালুকদার]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ২য় খণ্ড

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!