You dont have javascript enabled! Please enable it! 1971.09.05 | ওসখাইন অপারেশন (আনোয়ারা, চট্টগ্রাম) - সংগ্রামের নোটবুক

ওসখাইন অপারেশন

ওসখাইন অপারেশন (আনোয়ারা, চট্টগ্রাম) পরিচালিত হয় ৫ই সেপ্টেম্বর। এতে এক কমান্ডারসহ ৪ জন রাজাকার নিহত হয়।
ঘটনার দিন সুবেদার আবু ইসলামের নেতৃত্বে মুক্তিযোদ্ধাদের একটি দল ওসখাইন গ্রামের রাজাকার কমান্ডার আবদুল হাকিমের বাড়িতে অপারেশন চালায়। এদিন আবদুল হাকিমের মেয়ের বিয়ের পান-চিনি উপলক্ষে খাওয়া-দাওয়ার আয়োজন চলছিল। মুক্তিযোদ্ধারা গোপন সূত্রে এ খবর পেয়ে আবদুল হাকিমের টর্চার সেল নামক বাড়িটি আক্রমণ করেন। ৩০ জনের মতো মুক্তিযোদ্ধার এ দলটি সাধারণ যাত্রীর বেশে লঞ্চযোগে দুপুরের দিকে ওসখাইন ঘাটে পৌঁছায়। ঘাটে নেমে মুক্তিযোদ্ধারা দেড় মাইলের মতো পথ অতিক্রম করে চতুর্দিক থেকে রাজাকার আবদুল হাকিমের বাড়িটি ঘিরে ফেলেন। মুক্তিযোদ্ধারা যখন বাড়িটি ঘিরে ফেলেন তখন আগত অথিতিদের খাওয়ার আয়োজন চলছিল। মুক্তিযোদ্ধারা আগত অতিথিদের নড়াচড়া না করে যে যেখানে আছে সেখানেই অবস্থান করার নির্দেশ দেন। এমন সময় আবদুল হাকিমের সহযোগী রাজাকার আলম শাহ মুক্তিযোদ্ধাদের লক্ষ করে গুলি চালায়। এতে ৪ জন মুক্তিযোদ্ধা আহত হন। মুক্তিযোদ্ধারা পাল্টা গুলি চালালে ৩ জন রাজাকার নিহত হয়। এ-সময় রাজাকার কমান্ডার আবদুল হাকিম অস্ত্রসহ বাড়ির পেছনে কচুরিপানাপূর্ণ ডোবায় লাফিয়ে পড়ে। মুক্তিযোদ্ধারা তাকে উঠে আসার নির্দেশ দেন। কিন্তু তা না শোনায় মুক্তিযোদ্ধা কমান্ডার তাকে লক্ষ করে গুলি ছুড়লে সে নিহত হয়। আবদুল হাকিম ছাড়া নিহত অন্য ৩ রাজাকার হলো- খুল্যা মিয়া (আবদুল হাকিমের ভায়রা ভাই), ভেট্টা বড়ুয়া ও ফটিক বড়ুয়া। [জামাল উদ্দিন]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ২য় খণ্ড