You dont have javascript enabled! Please enable it! ওসমানপুর চর গণহত্যা (খোকসা, কুষ্টিয়া) - সংগ্রামের নোটবুক

ওসমানপুর চর গণহত্যা

ওসমানপুর চর গণহত্যা (খোকসা, কুষ্টিয়া) সংঘটিত হয় নভেম্বর মাসে। এতে একজন মুক্তিযোদ্ধাসহ ১০ জন শহীদ হন।
ওসমানপুর বর্তমানে খোকসা উপজেলার একটি ইউনিয়ন। এখানে একটি নদী আছে। নভেম্বর মাসে পাকহানাদার বাহিনী, বিহারি ও রাজাকার-রা এই নদীর চরে ১০ জনকে হত্যা করে চরেই গণকবর দেয়। গণহত্যায় শহীদরা হলেন- বুদ্ধিশ্বর দাস (পিতা শশ দাস, ঈশ্বরদী), খোকা মাঝি (দশকাহনীয়া), হানেফ মণ্ডল (পিতা বাছের মণ্ডল, জাগলবা), অধীর চন্দ্র দাস (কমলাপুর ঋষিপাড়া), আকুল চন্দ্র দাশ (কমলাপুর ঋষিপাড়া), গরিবুল্লাহ সেখ (পিতা ইউসুফ সেখ, জাগলবা), গোবিন্দ মণ্ডল (পিতা গণেশ মণ্ডল, মানিকাট), দানেজ মণ্ডল (পিতা বাছের মণ্ডল, জাগলবা), মুরারি মোহন বিশ্বাস (পিতা মহাদেব বিশ্বাস, একতারপুর) ও মুক্তিযোদ্ধা আবু হাসনাত আরজু (পিতা আবুল কালাম আজাদ, কমলাপুর)। [মো. শামীম রেজা]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ২য় খণ্ড