ওসমানপুর বাজার যুদ্ধ
ওসমানপুর বাজার যুদ্ধ (মিরসরাই, চট্টগ্রাম) মে মাসের শেষদিকে সংঘটিত হয়। এতে ১ জন পাকিস্তানি মেজরসহ বেশ কয়েকজন সৈন্য হতাহত হয়।
পাকিস্তানি বাহিনী এলাকার বাজার প্রায়ই লুটপাট করত। এর অংশ হিসেবে তারা ওসমানপুর বাজার লুট করার সিদ্ধান্ত নেয়। তারা স্থানীয় শান্তি কমিটি – ও রাজাকার বাহিনীর সঙ্গে আলাপ করে দিনক্ষণও ঠিক করে। পাকিস্তানি বাহিনীর সব পরিকল্পনার খবর গোপনে মুক্তিযোদ্ধাদের কাছে পৌঁছে যায়। ওসমানপুর বাজার লুটের আগাম খবর পেয়ে মুক্তিযোদ্ধা মাঈনুউদ্দিন মোমিনের নেতৃত্বে অহিদুল হক, দুলাল, নুরুজ্জামান কামরানী, জয়নুল আবেদীন ও শাহ এমরান গ্রুপের সদস্যরা এম্বুশ করেন।
মে মাসের শেষদিকে হানাদার বাহিনী দলবদ্ধ হয়ে ওসমানপুর বাজারের দিকে আসতে থাকে। পাকিস্তানি সৈন্যরা রেঞ্জের মধ্যে আসামাত্রই মুক্তিযোদ্ধারা অতর্কিতে তাদের ওপর ঝাঁপিয়ে পড়েন। আকস্মিক আক্রমণে পাকিস্তানি সৈন্যরা দিশেহারা হয়ে পড়ে। এ-যুদ্ধে ১ জন মেজরসহ বেশ কয়েকজন পাকিস্তানি সৈন্য হতাহত হয়। পরবর্তী এক সময়ে পাকিস্তানি বাহিনী প্রতিশোধপরায়ণ হয়ে ভারী অস্ত্র-শস্ত্র নিয়ে নিরীহ গ্রামবাসীদের ওপর নির্যাতন ও হত্যাকাণ্ড চালায়। এ-সময় তারা বেশ কয়েকটি বাড়িঘরও জ্বালিয়ে দেয়। [জগন্নাথ বড়ুয়া]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ২য় খণ্ড