You dont have javascript enabled! Please enable it!

এসপি বাগান বধ্যভূমি

এসপি বাগান বধ্যভূমি (বগুড়া সদর) বগুড়া সদর উপজেলায় অবস্থিত। মুক্তিযুদ্ধের সময় এখানে বহু সাধারণ লোককে হত্যা করা হয়।
বগুড়া শহরের সেউজগাড়ি এলাকায় এসপির বাগান বা গাঙ্গুলীর বাগান অবস্থিত। নয়বিঘা আয়তনের এ জায়গাটির মালিক ছিলেন জনৈক আকবর আলী সরকার এসপি মুক্তিযুদ্ধের সময় এ এলাকায় বসতবাড়ি কম ছিল। কেউ- কেউ এই বাগানকে গাঙ্গুলীর বাগান বলেও ডাকত। এলাকাটি খুবই নির্জন ছিল। এ বাগানের সামনে দূরেই সরকারি আযিযুল হক কলেজের অবস্থান। বাগানের একদিকে একটি মাটির ঘর ছিল। সামনে ছিল পাতকুয়ো। কলেজের কাছাকাছি হওয়ায় বেশ কয়েকজন ছাত্র এ মাটির ঘরকে মেস হিসেবে ব্যবহার করত এবং পাতকুয়োর পানি পান করত। মুক্তিযুদ্ধ শুরু হলে মেস ছেড়ে ছাত্ররা অন্যত্র চলে যায়। মুক্তিযুদ্ধকালে হানাদাররা এসপি বাগানে একটি ক্যাম্প স্থাপন করে। পাকহানাদার বাহিনী এখানে গোলাবারুদ ও রসদ রাখত। শহর থেকে অপেক্ষাকৃত নির্জন এবং চারপাশ ঘেরা থাকায় সাধারণ মানুষের এখানে তেমন যাতায়াত ছিল না। রাজাকাররা সাধারণ মানুষদের ধরে এনে পাকহানাদারের হাতে তুলে দিত। এখানে তাদের হত্যা করে পাতকুয়োয় ফেলে দেয়া হতো। [মিলন রহমান]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ২য় খণ্ড

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!