You dont have javascript enabled! Please enable it! এস ও অয়েল ডিপো বধ্যভূমি (সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ) - সংগ্রামের নোটবুক

এস ও অয়েল ডিপো বধ্যভূমি

এস ও অয়েল ডিপো বধ্যভূমি (সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ) নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ উপজেলায় অবস্থিত। মুক্তিযুদ্ধের সময় এখানে বহু মানুষকে হত্যা করা হয়।
নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইল ইউনিয়নের এস ও কোম্পানি (মেঘনা অয়েল কোম্পানি লিমিটেড)-তে পাকিস্তানি সেনারা ২৭শে মার্চের পরই অবস্থান নেয়। কোম্পানির অফিস কক্ষে তারা একটি ক্যাম্প স্থাপন করে। এ ক্যাম্পে পাকিস্তানি হানাদার সেনারা এপ্রিল থেকে ১৬ই ডিসেম্বরের পূর্ব পর্যন্ত নারকীয় হত্যাযজ্ঞ চালায়। ট্রাক বোঝাই করে দূর-দূরান্ত অর্থাৎ ঢাকা, ময়মনসিংহ ও টাঙ্গাইল থেকে ছাত্র-যুবকদের পাকিস্তানি সেনারা এখানে নিয়ে আসত। তাদের অনেককে এখানে হত্যা করা হয়। বর্তমান ৫নং তেলের ট্যাংকের নিচে তখন একটি গর্ত খোঁড়া হয়েছিল ট্যাংক তৈরি করার জন্য। মুক্তিযুদ্ধ শুরু হলে ট্যাংক তৈরির কাজ বন্ধ হয়ে যায়। কিন্তু গর্তটি ঐ অবস্থায় থেকে যায়। মৃতদেহগুলো পাকিস্তানি সেনারা এ গর্তে ফেলত। সব মিলে ৫শ থেকে ৬শ লাশ এ গর্তে ফেলা হয়। অনেককে ধরে এনে হাত-পা বেঁধে জেটিতে দাঁড় করিয়ে হত্যা করত। পাকিস্তানি সেনারা ২০-৩০ জন যুবককে এস ও অয়েল ডিপোর জেটিতে হত্যা করে। তাদের লাশ শীতলক্ষ্যা নদীতে ফেলে দেয়া হয়। [রীতা ভৌমিক]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ২য় খণ্ড