You dont have javascript enabled! Please enable it! এস ও কোম্পানি বধ্যভূমি ও গণকবর (নারায়ণগঞ্জ) - সংগ্রামের নোটবুক

এস ও কোম্পানি বধ্যভূমি ও গণকবর

এস ও কোম্পানি বধ্যভূমি ও গণকবর (নারায়ণগঞ্জ) নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইলে অবস্থিত। বর্তমানে এটি মেঘনা অয়েল কোম্পানি লিমিটেড নামে পরিচিত। ২৭শে মার্চের পর পাকসেনারা এখানে অবস্থান নেয় এবং এখানে একটি ক্যাম্প স্থাপন করে। তারপর তারা শুরু করে নৃশংস হত্যাকাণ্ড। প্রতিদিন তারা বিভিন্ন এলাকা থেকে নিরীহ লোকদের ধরে এনে শীতলক্ষ্যা নদীর পাড়ে অবস্থিত কোম্পানির জেটিতে হত্যা করত এবং লাশগুলো নদীতে ফেলে দিত। পাকসেনারা বিভিন্ন স্থান থেকে যুবকদের ধরে এনে হাত-পা বেঁধে জেটিতে দাঁড় করিয়ে হত্যা করত। এভাবে তারা ২০ থেকে ৩০ জন যুবককে হত্যা করে।
কোম্পানির বর্তমান ৫নং তেলের ট্যাংকের নিচে ছিল একটি গণকবর। এখানে রয়েছে শতশত মানুষের লাশ। মুক্তিযুদ্ধ শুরু হওয়ার আগে ৫নং তেলের ট্যাংকটি নির্মাণের জন্য মাটি খনন করা শুরু হয়েছিল। এর ফলে এখানে একটি গভীর কূপের সৃষ্টি হয়। মুক্তিযুদ্ধ শুরু হলে ট্যাংক নির্মাণ বন্ধ হয়ে যায়, কিন্তু গর্তটি ঐ অবস্থায়ই থেকে যায়। এপ্রিল মাসের পর থেকে পাকসেনারা এ কূপটিকে লাশ ফেলার কাজে ব্যবহার করে। প্রায় প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে ট্রাক বোঝাই করে লাশ এনে এখানে ফেলা হয়। এভাবে পাকসেনারা ৫০০- ৬০০ শহীদের লাশ এখানে ফেলে। [রীতা ভৌমিক]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ২য় খণ্ড