এসডিও বাংলো বধ্যভূমি
এসডিও বাংলো বধ্যভূমি (বগুড়া সদর) বগুড়া সদরে অবস্থিত। মুক্তিযুদ্ধের সময় এখানে প্রায় ৫০০ সাধারণ মানুষকে হত্যা করা হয়।
বগুড়া শহরের সেইজগাড়ি এলাকার রেলওয়ে স্টেশনে ছিল এসডিও বাংলো। মুক্তিযুদ্ধের সময় বাংলোর এই দোতলা বাড়িটি পাকিস্তানি হানাদার বাহিনী বব্যহার করত। -রাজাকার-দের সহায়তায় তারা মুক্তিযুদ্ধের পক্ষের বাঙালিদের ধরে এনে জবাই করে হত্যা শেষে বাংলো সংলগ্ন একটি কুয়োতে লাশ ফেলে দিত। বাংলোর বাইরের একটি রান্না ঘরের কাছে সবচেয়ে বেশি হত্যাকাণ্ড হয়। রান্না ঘর থেকে কূপটির দূরত্ব ছিল মাত্র ২০ গজ। ঘাস আর জঙ্গলে পুর্ণ এ বাংলোতে পাকহানাদার ও রাজাকাররা নিরীহ মানুষদের হত্যা করে পৈশাচিক আনন্দ পেত। এসডিও বাংলো বধ্যভূমিতে হত্যার শিকার প্রায় ৫০০ মানুষের লাশ ঘাতকরা কুয়োতে ফেলে দেয়। তারা নিরীহ বাঙালিদের ধরে এনে হাত বেঁধে মুখের ভেতর কাপড় ঢুকিয়ে পেটে চাকু ঢুকিয়ে বা জবাই করে হত্যা করত। এসডিও বাংলোর দোতলার ঘরটিতে এত হত্যাকাণ্ড হয়েছে যে, ঘরের দেয়াল ও মেঝেতে রক্ত পুরু হয়ে জমাট বাঁধা ছিল। বগুড়া শত্রুমুক্ত হবার পর এখানে অনেকগুলো কঙ্কাল পাওয়া যায়। [মিলন রহমান]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ২য় খণ্ড