You dont have javascript enabled! Please enable it!

বীর বিক্রম এম এ মান্নান

এম এ মান্নান, বীর বিক্রম (জন্ম ১৯৪১) সুবেদার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা। তিনি ১৯৪১ সালে কুমিল্লা জেলার অন্তর্গত ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মিন্নত আলী এবং মাতার নাম শাহার বানু। তিনি স্থানীয় জুনিয়র মাদ্রাসায় নবম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেন।
এম এ মান্নান পাকিস্তান সেনাবাহিনীর ৮ম বেঙ্গল রেজিমেন্টে চাকরি করতেন। ১৯৭১ সালে তিনি কোম্পানি কমান্ডার হিসেবে চট্টগ্রামে কর্মরত ছিলেন। বিদ্রোহ করে তিনি মুক্তিযুদ্ধে যোগ দেন। ২৭শে মার্চ তিনি কুমিরায় অসীম সাহসিকতার সঙ্গে যুদ্ধ করেন। বিভিন্ন স্থানে প্রতিরোধযুদ্ধ শেষে তিনি হরিণা ক্যাম্পে অবস্থান নেন পরে তেলঢালায় ‘জেড’ ফোর্সে যোগ দেন। তিনি ১১ নম্বর সেক্টরের রৌমারীর ঠাকুরচর, জামালপুরে নকশী বিওপি, বৃহত্তর সিলেটের বড়লেখা, কমলগঞ্জসহ বিভিন্ন স্থানে গেরিলা ও সম্মুখ যুদ্ধে অপরিসীম সাহস, বীরত্ব ও বিশেষ রণকৌশল প্রদর্শন করেন। কমলগঞ্জ যুদ্ধে তিনি গুলিবিদ্ধ হন। কুড়িগ্রামের চিলমারীতে ৩২ বেলুচ রেজিমেন্টের সঙ্গে যুদ্ধের সময় হঠাৎ তাঁদের মেশিনগান ও লাইট মেশিনগানসহ বেশকিছু অস্ত্র বিকল হয়ে পড়লে মুক্তিযোদ্ধারা চরম বিপদে পড়েন। শত্রুর একটি মেশিন পোস্ট থেকে নিরবচ্ছিন্ন গুলিবর্ষণের ফলে বিপদ আরো ভয়ংকর হয়ে ওঠে। এ অবস্থায় তিনি সহযোদ্ধা আব্দুর রহিমসহ বীরত্বের সঙ্গে এলএমজি পোস্টটি ধ্বংস করেন। মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এম এ মান্নানকে ‘বীর বিক্রম’ খেতাবে ভূষিত করা হয়।
এম এ মান্নান ২ কন্যা ও ২ পুত্র সন্তানের জনক। তাঁর স্ত্রীর নাম নূর জাহান আক্তার। [হারুন রশীদ]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ২য় খণ্ড

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!