এ কে গােপালন
এ কে গােপালন (১৯০৪-১৯৭৭) ভারতের রাজনীতিবিদ। তিনি ১৯০৪ সালের ১লা অক্টোবর উত্তর কেরালার কানুর জেলার পেরালাসসেরি গ্রামে জন্মগ্রহণ পড়াশােনা শেষ করে তিনি শিক্ষকতা পেশায় যােগদান করেন (১৯২৩)। রাজনীতিতে যােগদান করে তিনি মহাত্মা গান্ধীর সঙ্গে ভারতের স্বাধীনতা আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন। হরিজন সম্প্রদায়ের উন্নয়নেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। লবণ সত্যাগ্রহ আন্দোলনে যােগদান করার অপরাধে তিনি বন্দি হন (১৯৩০)। বন্দিদশায় তিনি সমাজতন্ত্রের প্রতি আকৃষ্ট হন। ১৯৩৬ সালে তিনি মালাবার থেকে মাদ্রাজ পর্যন্ত ভুখামিছিলের নেতৃত্ব দেন। ভারতীয় কমিউনিস্ট পার্টির কেরালা শাখায় নিজেকে পরিপূর্ণভাবে যুক্ত করে ব্রিটিশবিরােধী আন্দোলন শুরু করলে তিনি পুনরায় বন্দি হন (১৯৩৯)। ১৯৪২ সালে মুক্তি লাভ করলেও দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে পুনরায় বন্দি হন (১৯৪৫) এবং ভারতের স্বাধীনতা লাভের পূর্ব পর্যন্ত কারারুদ্ধ থাকেন। ভারতের প্রথম লােকসভার তিনি নির্বাচিত সদস্য (১৯৫২) ছিলেন। গােপালন মােট পাঁচবার লােকসভার সদস্য নির্বাচিত হন। রাজনীতিক ছাড়াও তিনি একজন সুলেখক ছিলেন। তাঁর আত্মজীবনীমূলক স্মৃতিকথা In the Cause of the People বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে। ১৯৭৭ সালের ২২শে মার্চ তিনি মৃত্যুবরণ করেন।
বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন সময়ে ভারতের লােকসভার সদস্য গােপালন বাংলাদেশের পাশে ছিলেন এবং এদেশের মানুষের দুঃখকষ্ট লাঘবের জন্য জোরালাে ভূমিকা পালন করেন। ১৯৭১ সালের ৭ই মে লােকসভার অধিবেশনে তিনি বাংলাদেশের মুক্তিযােদ্ধাদের সাহায্যের দাবি জানান। মুক্তিযুদ্ধের দীর্ঘ নয় মাস তিনি বাংলাদেশের পক্ষে জনমত সৃষ্টি ও শরণার্থীদের সাহায্যের জন্য অক্লান্ত পরিশ্রম করেন। মুক্তিযুদ্ধে তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার কর্তৃক এ কে গােপালনকে মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা (মরণােত্তর) প্রদান করা হয় (১৫ই ডিসেম্বর ২০১২)। [কাজী সাজ্জাদ আলী জহির]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ১ম খণ্ড