You dont have javascript enabled! Please enable it!

উলাপুর গণহত্যা

উলাপুর গণহত্যা (পবা, রাজশাহী) উলাপুর রাজশাহী জেলার পবা উপজেলার একটি গ্রাম। সীমান্তের নিকটে গ্রামটির অবস্থান। ১৯৭১ সালের ২৯শে এপ্রিল পাকবাহিনী ও তাদের দোসর রাজাকার-আলবদর বাহিনী এ গ্রামে নৃশংস গণহত্যা চালায়। তারা ১০ জন নিরীহ গ্রামবাসীকে হত্যা করে। নিহত সকলেই ছিল হিন্দু ধর্মাবলম্বী। পাক হানাদারবাহিনী সেদিন দুপুরবেলা রাজশাহী থেকে ৭টি জিপে করে এসে বাগধানী নামক স্থানে নেমে উলাপুর গ্রামে ঢুকে পড়ে। অতঃপর গ্রামের পালপাড়ার চারদিক তারা ঘিরে ফেলে। এর আগে গ্রামের অনেকেই পাকবাহিনীর আসার খবর শুনে যে যেখানে পারে পালিয়ে যায়। পলায়নরত অবস্থায় পাকবাহিনী ১০ জনকে ধরে ফেলে। তাদের কাউকে বাড়ি থেকে, কাউকে পুকুর ঘাট থেকে, কাউকে আখের ক্ষেত থেকে ধরে এনে হ্যাড়া গরুতলা (স্থানীয় নাম) নামক স্থানে লাইনে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করে। সে-সময় ঐ স্থানটিতে একটি নিচু ডােবা ছিল। হানাদাররা লাশগুলাে ডােবায় ফেলে দিয়ে মাটিচাপা দেয়। এটি উলাপুর হ্যাড়াগুরুতলা গণকবর নামে পরিচিত। গণকবরের স্থানটিতে এখন একটি পুকুর রয়েছে, পুকুরের নাম তীর পুকুর। তারা হত্যাকাণ্ডের পর গ্রামে লুটপাট ও অগ্নিসংযােগ করে। নিহত ১০ জনের মধ্যে ৫ জন ছিলেন। উলাপুর গ্রামের এবং অবশিষ্ট ৫ জন হড়গ্রাম (কোট) এলাকার বাসিন্দা। পাকবাহিনী কর্তৃক রাজশাহী পুলিশ লাইন আক্রান্ত হবার পর হড়গ্রাম এলাকার বাসিন্দা অবনিকান্ত পাল তার পরিবার-পরিজন নিয়ে নিরাপত্তার জন্য উলাপুর গ্রামের পালপাড়ায় আশ্রয় নিয়েছিল। সে-সময় এই পাড়াটি ছিল একটি অজ পাড়াগাঁ। রাজশাহীর সঙ্গে উলাপুর গ্রামের যােগাযােগ ব্যবস্থা খুবই খারাপ ছিল। সে-কারণেই হড়গ্রাম এলাকার বাসিন্দারা নিরাপদ আশ্রয়স্থল ভেবে উলাপুর গ্রামে আশ্রয় নিয়েছিল। কিন্তু সেখানেও তাদের শেষে রক্ষা হয়নি। এই গণহত্যার পর উলাপুর (পালপাড়া) জনমানব শূন্য হয়ে যায়। বেঁচে যাওয়া অধিকাংশ মানুষজন ভারতে চলে যায়। মুসলিম পরিবারের সদস্যরা আশপাশের গ্রামে গােপনে আশ্রয় নেয়। উলাপুর গণহত্যার শিকার শহীদদের নাম- ব্রজেন পাল (পিতা রাধাকান্ত পাল, উলাপুর), ধীরেন পাল (পিতা মাখনচন্দ্র পাল, উলাপুর), শংকর পাল (পিতা রামনাথ পাল, উলাপুর), কার্তিক চন্দ্র পাল (পিতা রামরতন পাল, উলাপুর), প্রফুল্ল চন্দ্র পাল (পিতা ভােলানাথ পাল, উলাপুর), অবনী কুমার পাল (পিতা দুর্গানাথ পাল, হড়গ্রাম), রবিপাল (পিতা ভােলানাথ পাল, হড়গ্রাম), কাশিনাথ পাল (পিতা রবিপাল, হড়গ্রাম), তপন পাল (পিতা রবি পাল, হড়গ্রাম) ও ভােলানাথ পাল (হড়গ্রাম)। [হােসনে আরা খানম]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ১ম খণ্ড

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!