You dont have javascript enabled! Please enable it!

উপেন তরফদার

উপেন তরফদার (জন্ম ১৯৩৬) ভারতের সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মী। তিনি ১৯৩৬ সালে পূর্ব বাংলার মানিকগঞ্জে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৫৪ সালে আকাশবাণীর সংবাদ বিভাগে যােগদান করেন। পরে রেডিও নিউজ রিলের প্রযােজক হন।
বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিচিত্রা অনুষ্ঠানের প্রযােজক উপেন তরফদার নিরলস পরিশ্রম করেছেন। তিনি এ অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণের স্বাধীনতার আহ্বান সম্পর্কিত অংশ বিশেষভাবে প্রচার করতেন, যা অগণিত শ্রোতার মধ্যে আলােড়ন সৃষ্টি করে। এটি বারবার প্রচারিত হতাে। সে-সময় তিনি সর্বক্ষণ তাঁর টেপরেকর্ডারটি বহন করতেন এবং তথ্য সংগ্রহের কাজে ব্যস্ত থাকতেন। তিনি কুষ্টিয়ার মেহেরপুরের মুজিবনগরে গিয়ে বাংলাদেশ সরকার-এর মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানের ঐতিহাসিক মুহূর্ত ধারণ করেন। তিনি স্বতঃপ্রবৃত্ত হয়ে শরণার্থী শিবির পরিদর্শনকারী ব্রিটিশ প্রতিনিধিদলের দোভাষী হিসেবেও কাজ করেন। সংবাদ বিচিত্রা-র প্রযােজক হিসেবে তিনি বাংলাদেশের বিভিন্ন স্থানে পাকিস্তান সেনাবাহিনী ও তাদের এ দেশীয় দোসরদের দ্বারা সংঘটিত গণহত্যা ও ধ্বংসযজ্ঞের অসংখ্য ঘটনা ধারণ ও প্রচার করেন। মুক্তিযুদ্ধের সময় সংবাদ বিচিত্রা অনুষ্ঠানটি রণাঙ্গণের মুক্তিযােদ্ধা ও বাংলাদেশীদের দারুণভাবে উৎসাহিত করে। এ অনুষ্ঠানের মাধ্যমে তিনি বাংলাদেশের পক্ষে জনমত সৃষ্টি করতে সমর্থ হন। তাছাড়া তিনি যশাের মুক্ত হওয়ার ঘটনা এবং ১৬ই ডিসেম্বর পাকিস্তানি সেনাবাহিনীর আত্মসমর্পণ অনুষ্ঠান ধারণ করেন। তিনি তাঁর একাত্তরের দিনগুলি গ্রন্থে তখনকার ঘটনাবলি হৃদয়গ্রাহী করে তুলে ধরেছেন। মহান মুক্তিযুদ্ধে তার মূল্যবান অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১২ সালের ২০শে অক্টোবর বাংলাদেশ সরকার কর্তৃক উপেন। তরফদার-কে মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা প্রদান করা হয়। [কাজী সাজ্জাদ আলী জহির]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ১ম খণ্ড

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!