You dont have javascript enabled! Please enable it!

উত্তর নুনিয়ারছড়া মসজিদ গণকবর

উত্তর নুনিয়ারছড়া মসজিদ গণকবর (কক্সবাজার সদর) কক্সবাজার সদর উপজেলায় অবস্থিত। এখানে ইপিআর-এর সিপাহি, বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও স্বাধীনতার পক্ষের অনেককে একসঙ্গে গণকবর দেয়া হয়।
পাকিস্তানি হানাদার বাহিনী ৫ই মে কক্সবাজার দখলের পর শহরের সৈকত বালিকা উচ্চ বিদ্যালয়, কক্সবাজার সরকারি মহিলা কলেজ ও ইপিআর ব্যারাকে ক্যাম্প স্থাপন করে। ক্যাম্প স্থাপনের পর তারা প্রথমে স্থানীয় ইপিআর ক্যাম্পে অভিযান চালায়। সৈনিকদের ব্যারাকের পূর্বপাশেই ছিল ইপিআর-এর প্রধান কার্যালয়। পাকিস্তানি হাদানার বাহিনী কক্সবাজার পৌছার পরেই ক্যাম্পের বাঙালি ইপিআর সদস্যদের নিরস্ত্র করে ব্রাশফায়ারে হত্যা করা হয়। হানাদাররা এখানে একাধিক গণহত্যা সংঘটিত করে। এর মধ্যে কক্সবাজার বাঁকখালী নদীর মােহনা ও বাঁকখালী নদীর তীরবর্তী গণহত্যা উল্লেখযােগ্য। এসব গণহত্যায় হাবিলদার এজাহার, ল্যান্স নায়েক আবদুল লতিফ, সিপাহি আক্তার আহমদ, সিপাহি মেছের আলী, নায়েক জোনাব আলী, সিগন্যাল সিপাহি নূরুল আলম, প্রগতিশীল ছাত্রনেতা সুভাষ দে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইউওটিসি ক্যাডেট ফরহাদসহ আরাে অনেকে শহীদ হন। পাকিস্তানি হানাদার বাহিনী স্থানীয় রাজাকার ও শান্তি কমিটির সদস্যদের সহযােগিতায় সিপাহি আবুল হােসেনসহ বেশ কয়েকজনকে ধরে নিয়ে যায়। পরে কক্সবাজার শহরের উত্তর নুনিয়ারছড়াস্থ বর্তমান সিসিডিবি কার্যালয় সংলগ্ন এলাকায় তাদের ব্রাশফায়ারে হত্যা করে। গণহত্যার পর স্থানীয় জনগণ শহীদদের লাশগুলাে উদ্ধার করে উত্তর নুনিয়ারছড়ার বাহারছড়ার বধ্যভূমি সংলগ্ন মসজিদের কবরস্থানে সমাহিত করে। [জগন্নাথ বড়ুয়া]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ১ম খণ্ড

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!