উত্তর সাতলা গণহত্যা
উত্তর সাতলা গণহত্যা (উজিরপুর, বরিশাল) সংঘটিত হয় ১৬ই জুন। এতে ৬ জন গ্রামবাসী শহীদ হন।
উজিরপুর উপজেলা সদর থেকে ৩৫ কিমি পশ্চিমে উত্তর সাতলা গ্রাম অবস্থিত। হিন্দুপ্রধান এবং বিলাঞ্চল হিসেবে পরিচিত এ এলাকায় হরনাথ বাইন এমপিএ-র বাড়ি। ঘটনার দিন বিকেলে পাকিস্তানি বাহিনী গানবােটে এসে সাতলা বাজারে নােঙর করে পানি উন্নয়ন বাের্ডের ডাকবাংলােয় অবস্থান নেয়। সেখান থেকে তারা অভিযানে বের হয়ে হিন্দুপাড়া খুঁজতে থাকে। স্থানীয় রাজাকারলতিফ বালী, রমজান বিশ্বাস, আফসার হাওলাদার প্রমুখ পাকিস্তানি বাহিনীকে হরনাথ বাইন এমপিএ-র বাড়ি ও আওয়ামী লীগএর রাজনীতিতে সক্রিয় তাঁর এলাকার দিকে নিয়ে আসে। পথে তারা বৃদ্ধ সুরেশ বাইনকে গুলি করে হত্যা করে। তারা হরনাথ বাইনের বাড়িতে অগ্নিসংযােগ করে। ভয়ে অধিকাংশ মানুষ বাড়িঘর ছেড়ে পালিয়ে যায়। যে-সকল বৃদ্ধ মানুষ পালাতে পারেননি, তারাই গণহত্যার শিকার হন। এ-সময় পাকিস্তানি বাহিনী সুনীল ওঝার স্ত্রীকে ধর্ষণের পর হত্যা করে। উত্তর সাতলা গণহত্যায় ৬ জন শহীদ হন। তারা হলেন- সুরেশ বাইন (৮০), পার্শ্বনাথ বৈদ্য (৬০) (পিতা অভয় বৈদ্য), রাধানাথ বৈদ্য (৪৫) (পিতা দশরথ বৈদ্য), শান্তি বৈদ্য (৪৫) (পিতা হরি বৈদ্য), সতীশ বৈদ্য (৬৫) ও সুনীল ওঝার স্ত্রী। [মনিরুজ্জামান শাহীন]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ১ম খণ্ড