উত্তর সুরমা গণহত্যা
উত্তর সুরমা গণহত্যা (মাধবপুর, হবিগঞ্জ) সংঘটিত হয় জুন মাসে। এতে বেশ কয়েকজন সাধারণ মানুষ শহীদ হন।
ঘটনার দিন পাকিস্তান সেনাবাহিনীর একটি দল উত্তর সুরমা গ্রামে এসে হাজির হয়। এ গ্রামের আইয়ুব আলী ছিলেন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার। পাকসেনারা গ্রামের বহু লােককে ধরে এনে তার ঘরে ঢুকিয়ে বাইরে থেকে দরজাজানালা বন্ধ করে আগুন ধরিয়ে দেয়। এসময় আইয়ুব আলী দরজা ভেঙ্গে বেরিয়ে এসে একজন পাকসেনাকে জাপটে ধরে তার হাতের অস্ত্র কেড়ে নিয়ে তাকে আহত করেন। কিন্তু অন্য এক পাকসেনা আইয়ুব আলীকে লক্ষ করে গুলি ছুঁড়লে তিনি শাহাদত বরণ করেন। এসময় যেই ঘর থেকে বের হয়েছে, পাকসেনারা তাকেই গুলি করেছে। যারা বের হবার চেষ্টা করেনি বা বের হতে পারেনি, তারা ভস্মীভূত হয়ে যায়। তাদের কয়েকজন হলেন- আবু মিয়া, খেলু মিয়া, গফুর আলী, আনছার আলী সরদার, খুরশেদ আলী, সৈয়দ আলী, আয়ুব আলী, ইনুছ। আলী, ইন্তেজ আলী ও ঝাড় মিয়া। অন্যদের নাম জানা যায়নি। [মুহম্মদ সায়েদুর রহমান তালুকদার]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ১ম খণ্ড