১২ এপ্রিল ১৯৭১ঃ মন্ত্রীসভার প্রথম সভা তাজউদ্দীনের নোটবুকের আলোচ্য সূচী
মন্ত্রীসভার প্রথম সভায় নিম্নোক্ত বিষয়ে আলোচনা করা হয়। ১) সচিবালয়ের স্থান নির্ধারণ ২) সচিবালয়ের মুখ্য সচিব নিয়োগ ৩) মন্ত্রীপরিষদ সচিবালয় প্রতিষ্ঠা ৪) পুলিশের আইজি নিয়োগ ৫) প্রতিরক্ষা ও যুদ্ধ সরঞ্জাম ৬) পররাষ্ট্র দপ্তর প্রতিষ্ঠা ৭) অর্থ বিভাগ প্রতিষ্ঠা ৮) খাদ্য, ত্রান, পুনর্বাসন, বেসামরিক সরবরাহ ৯) বাণিজ্য ও শিল্প ১০) স্বাস্থ্য ও স্থানীয় সরকার ১১) যোগাযোগ ১২) তথ্য ১৩) পূর্ত