You dont have javascript enabled! Please enable it! 1971.09.17 | ইয়ারবেগ গণহত্যা (মেহেন্দীগঞ্জ, বরিশাল) - সংগ্রামের নোটবুক

ইয়ারবেগ গণহত্যা

ইয়ারবেগ গণহত্যা (মেহেন্দীগঞ্জ, বরিশাল) সংঘটিত হয় ১৭ই সেপ্টেম্বর। পাকিস্তানি হানাদার বাহিনীর এ নৃশংস গণহত্যায় ৪ সহােদরসহ ৬ জন নিরপরাধ মানুষ শহীদ হন।
উপজেলা সদর থেকে ৪ কিমি পশ্চিমে ইয়ারবেগ গ্রামে পাকিস্তানি হানাদার বাহিনী ১৭ই সেপ্টেম্বর এক নৃশংস গণহত্যা চালায়। এদিন তারা কালিকাপুর গ্রামের সিকদার বাড়ির ৪ সহােদর এবং ইয়ারবেগ গ্রামের জমাদার বাড়ির ২ জনকে শিবগঞ্জ ব্রিজের গােড়ায় (ভাড়ানীর পুল) দাঁড় করিয়ে গুলি করে হত্যা করে। কালিকাপুর গ্রামের আবদুর রহমান সিকদারের ৪ ছেলে মায়ের সঙ্গে দেখা করতে গেলে স্থানীয় রাজাকার- জলিল চেয়ারম্যানের সহযােগিতায় পাকিস্তানি বাহিনী তাদের ধরে নিয়ে যায়। ৪ ভাইয়ের মধ্যে দুজন বি এম কলেজের ছাত্র ছিলেন। এদিন তারা মেহেন্দীগঞ্জের বিভিন্ন এলাকায় আরাে কয়েকজন সাধারণ মানুষ হত্যা করে। ইয়ারবেগ গ্রাম গণহত্যায় শহীদ ৬ জন গ্রামবাসী হলেন- সামসুদ্দিন আহমেদ সিকদার (৪০) (পিতা আবদুর রহমান সিকদার, কালিকাপুর; ব্যবসায়ী), আবুল বাসার সিকদার (৩৫) (পিতা আবদুর রহমান সিকদার, কালিকাপুর; ব্যবসায়ী), খােরশেদ আলম সিকদার (২৩) (পিতা আবদুর রহমান সিকদার, কালিকাপুর; ছাত্র), ফরিদ উদ্দীন সিকদার (২০) (পিতা আবদুর রহমান সিকদার, কালিকাপুর; ছাত্র), সুলতান জমাদার (পিতা আবু তালেব জমাদার, ইয়ারবেগ; ব্যবসায়ী) ও আবদুর রব জমাদার (ইয়ারবেগ; কৃষক)। [মনিরুজ্জামান শাহীন]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ১ম খণ্ড