You dont have javascript enabled! Please enable it!

ইলিশপুর গণহত্যা

ইলিশপুর গণহত্যা (কলারােয়া, সাতক্ষীরা) সংঘটিত হয় এপ্রিল মাসের মধ্যভাগে। এতে ৩-৪ জন সাধারণ মানুষ শহীদ হন। গণহত্যার স্থানটি বর্তমান সাতক্ষীরা জেলার কলারােয়া উপজেলার ইলিশপুর-ভিখালীর মধ্যবর্তী স্থানে অবস্থিত। এ গণহত্যাটি স্থানীয় রাজাকারদের সহযােগিতায় নাভারণ থেকে আসা পাকবাহিনী কর্তৃক সংঘটিত হয়।
মুক্তিযুদ্ধ শুরু হলে বাংলাদেশের হিন্দু সম্প্রদায় পাকবাহিনী ও তাদের দোসরদের প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হয়। এ-সময় যশােরের ছিয়ানব্বই গ্রাম ছিল দক্ষিণ বঙ্গের অন্যতম হিন্দু অধ্যুষিত এলাকা। এখানকার হিন্দুরা নিজেদের নিরাপত্তার কথা ভেবে ভারতে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং এপ্রিল মাসের প্রথম থেকে তারা ভারতে যাওয়া শুরু করে। তারা ইলিশপুর-ভিখালী অঞ্চল দিয়ে হেঁটে ভারতে যায়। স্থানীয় রাজাকাররা বিভিন্নভাবে তাদের ওপর হামলা করে তাদের মালামাল লুট করত। এই রাজাকাররাই হিন্দুদের ব্যাপারে নাভারণে অবস্থানরত পাকবাহিনীকে খবর দেয়। এপ্রিল মাসের মাঝামাঝি একদিন পাকিস্তানি বাহিনী ইলিশপুর মেইন রােডে অবস্থান নেয়। পূর্বের কয়েকদিনের মতাে সেদিনও ছিয়ানব্বই গ্রামের হিন্দুরা তাদের মালামাল নিয়ে ভারতে যাওয়ার জন্য রওনা হয়। পাকিস্তানি সৈন্যরা ইলিশপুরভিখালী মধ্যবর্তী স্থানে তাদের ওপর আক্রমণ করে। অতর্কিত আক্রমণে ভারতগামী শরণার্থীরা দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে ছুটে পালাতে থাকে। এ সুযােগে স্থানীয় রাজাকররা তাদের কাছে থাকা মালামাল লুট করে নিয়ে যায়। পাকবাহিনীর আক্রমণে সেদিন ৩-৪ জন শরণার্থী শহীদ হন। তাদের লাশ সেখানে দীর্ঘক্ষণ পড়ে ছিল। পাকিস্তানি সৈন্যরা সেখান থেকে। চলে গেলে পালিয়ে যাওয়া হিন্দুরা আবার সেখানে আসে এবং স্বজনদের লাশগুলাে নিয়ে যায়। শহীদদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। [মাসুদুর রহমান ]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ১ম খণ্ড

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!