You dont have javascript enabled! Please enable it! মার্কিন যুক্তরাষ্ট্রের ধর্মযাজক, সমাজ ও মানব সেবী ইউজিন হােমরিক সিএসসি, রেভারেন্ড ফাদার - সংগ্রামের নোটবুক

ইউজিন হােমরিক সিএসসি, রেভারেন্ড ফাদার

ইউজিন হােমরিক সিএসসি, রেভারেন্ড ফাদার (জন্ম ১৯২৮) মার্কিন যুক্তরাষ্ট্রের ধর্মযাজক, সমাজ ও মানব সেবী, বাংলাদেশের বিভিন্ন গির্জায় পুরােহিতের দায়িত্ব এবং গারাে সম্প্রদায়ের মধ্যে শিক্ষা, কৃষি, ধর্ম ইত্যাদি বিষয়ে সচেতনতা সৃষ্টিতে বিশেষ ভূমিকা পালনকারী, একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, মুক্তিযুদ্ধকালে বিপন্ন মানুষকে নানাভাবে সাহায্য-সহযােগিতা ও মুক্তিযােদ্ধাদের চিকিৎসা সেবা প্রদানকারী এবং বাংলাদেশ কর্তৃক মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা প্রাপ্ত মার্কিন নাগরিক।
ইউজিন হােমরিক ১৯২৮ সালের ৮ই ডিসেম্বর যুক্তরাষ্ট্রের মিশিগানের মাস্কিগনে জন্মগ্রহণ করেন। তিনি মিশিগানের সেন্ট জোসেফ ক্যাথলিক স্কুলে অধ্যয়ন করেন। ১৯৪২ সালে তিনি নটর ডেম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি ওয়াশিংটন ডিসির হলিক্রস ফরেন মিশন সেমিনারি থেকে ধর্মতত্ত্বে শিক্ষা নেন, বিশেষ করে সনাতন হিন্দু ধর্ম ও ইসলাম সম্বন্ধে জ্ঞান লাভ করেন। তিনি বাংলা ভাষাও আত্মস্থ করেন। পরবর্তীকালে তিনি হলিক্রস মিশনে যােগ দেন। মানব সেবায় ব্রতী হয়ে তিনি ১৯৫৫ সালে তৎকালীন পূর্ব পাকিস্তান (বর্তমান বাংলাদেশ)-এ আগমন করেন। তিনি প্রথমে ১৯৫৬-৫৮ সাল পর্যন্ত ঢাকার নবাবগঞ্জের গােল্লার সেন্ট ফ্রান্সিস জেভিয়ার গির্জায় দায়িত্ব পালন করেন। অতঃপর তিনি ময়মনসিংহের বিড়ইছাকুনি ক্যাথলিক চার্চে, ১৯৫৯ সাল থেকে টাঙ্গাইলের জলছত্র ও ১৯৯২ সাল থেকে পীরগাছার মিশনে দায়িত্ব পালন করেন। এখানে অবস্থানকালে তিনি পশ্চাৎপদ গারাে সম্প্রদায়ের মধ্যে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ধর্ম ইত্যাদি বিষয়ে সচেতনতা সৃষ্টিতে বিশেষ ভূমিকা পালন করেন। তাঁর উদ্যোগে ৩৩টি প্রাথমিক বিদ্যালয় এবং জলছত্র ও পীরগাছায় ২টি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।
বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে ফাদার ইউজিন হােমরিক টাঙ্গাইলের জলছত্র মিশনে কর্মরত ছিলেন। সেখানে তিনি অসহায় হিন্দু নারীদের গােপনে আশ্রয় প্রদান করেন। তাঁর প্রতিষ্ঠিত হাসপাতালে তিনি মুক্তিযােদ্ধাদের গােপনে চিকিৎসা সেবা দেন। এছাড়া তিনি পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যার শিকার লােকজনদের সমাধিস্থ করার কাজে নিয়ােজিত ছিলেন। মহান মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার কর্তৃক ২০১২ সালের ২৭শে মার্চ রেভারেন্ড ফাদার ইউজিন হােমরিক-কে মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা প্রদান করা হয়। উল্লেখ্য, ২০১৬ সালে তিনি নিজ দেশ যুক্তরাষ্ট্রে ফিরে যান। [কাজী সাজ্জাদ আলী জহির]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ১ম খণ্ড