You dont have javascript enabled! Please enable it! ইছাপুর গণহত্যা (কালিহাতী, টাঙ্গাইল) - সংগ্রামের নোটবুক

ইছাপুর গণহত্যা

ইছাপুর গণহত্যা (কালিহাতী, টাঙ্গাইল) সংঘটিত হয় সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার বাংড়া ইউনিয়নের অন্তর্গত ইছাপুর গ্রামে। কালিহাতী সদর থেকে প্রায় ১০ কিলােমিটার দক্ষিণে এবং টাঙ্গাইল জেলা সদর থেকে প্রায় ১৯ কিলােমিটার উত্তরে এ গ্রামের অবস্থান। ভূঞাপুর এলাকার মুক্তিযােদ্ধা ও স্বেচ্ছাসেবকরা ইছাপুরে টাঙ্গাইল-মধুপুর রাস্তা কেটে সড়ক যােগাযােগ বিচ্ছিন্ন করে দিলে ক্ষুব্ধ পাকসেনারা এ গণহত্যা চালায়। এতে পার্শ্ববর্তী রাজাবাড়ি গ্রামের ২ জনসহ ১১ জন নিরীহ গ্রামবাসী শহীদ হন। পাকসেনারা ৮৫টি বাড়িঘরও জ্বালিয়ে দেয়। গণহত্যায় শহীদরা হলেন- ইছাপুর গ্রামের হাজী রহিজ উদ্দিন শিকদার, ফয়েজ উদ্দিন, রামু সূত্রধর, শশধর চক্রবর্তী, মােতালেব হােসেন, খন্দকার আমসের আলী, খন্দকার হাতেম আলী, শান্তি রাণী দাস, রাজাবাড়ি গ্রামের আবদুল কদুস মেম্বার ও আবদুল করিম। একজনের নাম জানা যায়নি। গণহত্যার শিকার একজন গৃহিণী ছাড়া বাকি সবাই ছিলেন কৃষক। [শফিউদ্দিন তালুকদার]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ১ম খণ্ড