You dont have javascript enabled! Please enable it! আশুগঞ্জ মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ ও সম্মুখ সমরের স্মৃতিসৌধ (আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া) - সংগ্রামের নোটবুক

আশুগঞ্জ মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ ও সম্মুখ সমরের স্মৃতিসৌধ

আশুগঞ্জ মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ ও সম্মুখ সমরের স্মৃতিসৌধ (আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া) ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আশুগঞ্জ উপজেলার একটি গৌরবােজ্জ্বল ভূমিকা রয়েছে। মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত এ উপজেলার মেঘনা নদীর ওপর আশুগঞ্জ-ভৈরব রেলসেতু এবং বর্তমান সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতুর পূর্ব প্রান্তে ঢাকা-সিলেট হাইওয়ের পাশে আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্র। এর প্রবেশ পথের কাছে নির্মাণ করা হয়েছে আশুগঞ্জ মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভটি। এটি মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষার্থে একটি উল্লেখযােগ্য স্মারক। ২০১৩ সালে এ স্তম্ভটি নির্মাণ করা হয়েছে। নির্মাণ প্রতিষ্ঠানের নাম মেসার্স এ বি ইঞ্জিনিয়ার্স (প্রাে. আতিকুর রহমান ভূঁইয়া ওরফে সাদেক, ব্রাহ্মণবাড়িয়া)। স্মৃতিস্তম্ভটির নির্মাণ কাজ বাস্তবায়ন করে এলজিইডি, ব্রাহ্মবাড়িয়া।
ঢাকা-সিলেট হাইওয়ের পাশে আশুগঞ্জ গােলচত্বর। এর পাশে নির্মাণ করা হয়েছে মুক্তিযুদ্ধের সম্মুখ সমরের স্মৃতিসৌধটি। শহীদ মুক্তিযােদ্ধাদের স্মরণে এ স্মৃতিস্তম্ভটি নির্মাণ করা হয়েছে। মুক্তিযুদ্ধের অন্যতম প্রতীক ও স্মারক এ স্তম্ভটি ২০১১ সালের ১৮ই জুন নির্মাণ করা হয়েছে। স্তম্ভটির ভিত্তি প্রস্তর স্থাপন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের তৎকালীন ভারপ্রাপ্ত সচিব মিজানুর রহমান। [আমির হােসেন]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ১ম খণ্ড