You dont have javascript enabled! Please enable it!

আসমা গ্রাম মর্টার হামলা

আসমা গ্রাম মর্টার হামলা (বারহাট্টা, নেত্রকোনা) নেত্রকোনা জেলার বারহাট্টা থানার আসমা ইউনিয়নের আসমা গ্রামে নভেম্বর মাসে পাকসেনারা মর্টার হামলা করে। এ হামলায় একই পরিবারের একজন নারীসহ ৫ জন প্রাণ হারান। স্থানীয় রাজাকারদের কাছ থেকে তথ্য পেয়ে পাকবাহিনী এ হামলা চালায়।
আসমা গ্রামটি থানার পূর্ব পাশে অবস্থিত। এ গ্রামের আলী খানের বাড়ি থানার কাছাকাছি হওয়ায় মুক্তিযােদ্ধারা পাকসেনাদের গতিবিধি লক্ষ করতে এখানে আসতেন। আবার এ বাড়ির সদস্যরা পাকসেনাদের নেত্রকোনা থেকে মােহনগঞ্জ আসা-যাওয়ার খবর মুক্তিযােদ্ধাদের দিতেন। মূলত বাড়িটি মুক্তিযােদ্ধাদের তথ্যের উৎস হিসেবে কাজ করত। ফলে এ বাড়ির সদস্যরা স্থানীয় রাজাকার ও আলবদরদের রােষানলে পড়ে। হামলার দিন ভােরে পাকসেনারা থানায় অবস্থান নিয়ে বড়িটিকে লক্ষ করে মর্টার শেল নিক্ষেপ করে। শেলের আঘাতে ৫ জন নিহত হন। নিহত ব্যক্তিরা হলেন- আলী খান, আ. ওয়াহেদ খান (পিতা লেবু খান), আ. কাদির খান (পিতা যশমত খান), রুস্তম খান (পিতা আ. কাদির খান) ও পাঞ্জব খানের স্ত্রী। হামলার পর স্থানীয় সংগ্রাম কমিটির সভাপতি শাহ্ মুহ. আ. কাদের হামলায় বিধ্বস্ত স্থানটি দেখতে যান। তখন সেখানে শেলের পেছনের একটি প্রপেলার পাওয়া যায়। এটি এখনাে সংরক্ষিত আছে। [মােহাম্মদ আলী জুয়েল]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ১ম খণ্ড

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!