You dont have javascript enabled! Please enable it! আসমা গ্রাম মর্টার হামলা (বারহাট্টা, নেত্রকোনা) - সংগ্রামের নোটবুক

আসমা গ্রাম মর্টার হামলা

আসমা গ্রাম মর্টার হামলা (বারহাট্টা, নেত্রকোনা) নেত্রকোনা জেলার বারহাট্টা থানার আসমা ইউনিয়নের আসমা গ্রামে নভেম্বর মাসে পাকসেনারা মর্টার হামলা করে। এ হামলায় একই পরিবারের একজন নারীসহ ৫ জন প্রাণ হারান। স্থানীয় রাজাকারদের কাছ থেকে তথ্য পেয়ে পাকবাহিনী এ হামলা চালায়।
আসমা গ্রামটি থানার পূর্ব পাশে অবস্থিত। এ গ্রামের আলী খানের বাড়ি থানার কাছাকাছি হওয়ায় মুক্তিযােদ্ধারা পাকসেনাদের গতিবিধি লক্ষ করতে এখানে আসতেন। আবার এ বাড়ির সদস্যরা পাকসেনাদের নেত্রকোনা থেকে মােহনগঞ্জ আসা-যাওয়ার খবর মুক্তিযােদ্ধাদের দিতেন। মূলত বাড়িটি মুক্তিযােদ্ধাদের তথ্যের উৎস হিসেবে কাজ করত। ফলে এ বাড়ির সদস্যরা স্থানীয় রাজাকার ও আলবদরদের রােষানলে পড়ে। হামলার দিন ভােরে পাকসেনারা থানায় অবস্থান নিয়ে বড়িটিকে লক্ষ করে মর্টার শেল নিক্ষেপ করে। শেলের আঘাতে ৫ জন নিহত হন। নিহত ব্যক্তিরা হলেন- আলী খান, আ. ওয়াহেদ খান (পিতা লেবু খান), আ. কাদির খান (পিতা যশমত খান), রুস্তম খান (পিতা আ. কাদির খান) ও পাঞ্জব খানের স্ত্রী। হামলার পর স্থানীয় সংগ্রাম কমিটির সভাপতি শাহ্ মুহ. আ. কাদের হামলায় বিধ্বস্ত স্থানটি দেখতে যান। তখন সেখানে শেলের পেছনের একটি প্রপেলার পাওয়া যায়। এটি এখনাে সংরক্ষিত আছে। [মােহাম্মদ আলী জুয়েল]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ১ম খণ্ড