You dont have javascript enabled! Please enable it! পাকিস্তানের কবি ও মানবাধিকার কর্মী আহমদ সালিম - সংগ্রামের নোটবুক

পাকিস্তানের কবি ও মানবাধিকার কর্মী আহমদ সালিম

আহমদ সালিম (জন্ম ১৯৪৫) পাকিস্তানের কবি ও মানবাধিকার কর্মী। তাঁর প্রকৃত নাম মুহাম্মদ সালিম খাজা। তিনি ১৯৪৫ সালের ২৬শে জানুয়ারি অবিভক্ত ভারতের (বর্তমানে পাকিস্তান) পাঞ্জাব প্রদেশের গুজরাট জেলার (বর্তমান মান্ডি বাহাউদ্দিন) মিয়ানা গােন্ডল গ্রামে জন্মগ্রহণ করেন। গ্রামের স্কুলে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করে তিনি পেশােয়ারের একটি উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন। সেখানে অধ্যয়নকালে বিশিষ্ট লেখক ও কবিদের সঙ্গে তাঁর পরিচয় ঘটে। ম্যাট্রিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তিনি করাচির একটি উর্দু কলেজে ভর্তি হন। ঐ সময় একটি সাহিত্য পত্রিকা কর্তৃক আয়ােজিত প্রতিযােগিতায় অংশগ্রহণ করে কবি ফয়েজ আহমেদ ফয়েজের রচনাবলি সম্পর্কে কবিতা লিখে তিনি প্রথম স্থান অধিকার করেন। অতঃপর তিনি হাজি আবদুল্লাহ হারুন সরকারি কলেজে ভর্তি হন (কবি ফয়েজ আহমেদ ফয়েজ তখন এ কলেজের অধ্যক্ষ ছিলেন)। পরবর্তীকালে তিনি সিন্ধু বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও করাচি বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৬৮ সালে ন্যাশনাল ব্যাংকে যােগদান করেন। এর কিছুদিনের মধ্যেই তিনি রাজনীতিতে সম্পৃক্ত হয়ে ন্যাশনাল আওয়ামী পার্টিতে যােগদান করেন। তিনি লাহােরের সরকারি শাহ হােসেন কলেজ, সিন্ধু বিশ্ববিদ্যালয় ও করাচি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। ১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তান সামরিক বাহিনীর অভিযান পরিচালনার সমালােচনা করার জন্য তাঁকে কারাবরণ করতে হয়। তিনি South Asian Research & Resource Centre (SARRC)এর প্রতিষ্ঠাতা সদস্য (২০০১), যা একটি অলাভজনক প্রতিষ্ঠান এবং যা ধর্মীয় সংখ্যালঘু ও আদিবাসীদের অধিকার আদায় ও উন্নয়নের জন্য কাজ করে। তাঁর রচিত পুস্তকসমূহের মধ্যে Blood Beaten Track : Sheikh Mujib’s Nine Months in Pakistani Prison (1997), Lahore 1947 (২০০৩) ইত্যাদি উল্লেখযােগ্য।
বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে তিনি বাংলাদেশের জনগণের ওপর পাকিস্তানি বাহিনীর সংঘটিত গণহত্যা, নির্যাতন ও নিপীড়নের বিরুদ্ধে সােচ্চার ছিলেন। তিনি বিভিন্ন ফোরামে এর নির্মম চিত্র তুলে ধরেন। তার এসব কর্মকাণ্ডের জন্য পাকিস্তানি শাসকগােষ্ঠী তাকে নিয়মিত ভয়ভীতি প্রদর্শন করত, কিন্তু তিনি তার সত্যনিষ্ঠ কার্য সম্পাদনে অটল ছিলেন। গণহত্যার প্রতিবাদে কবিতা লিখে তিনি সামরিক আদালতের বিচারে কারাদণ্ড, জরিমানা ও বেত্রদণ্ড ভােগ করেন। পাকিস্তানি হয়েও তিনি বাংলাদেশের স্বাধীনতার পক্ষে সাহসী ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বাংলাদেশের জনগণের কাছে পাকিস্তানের নৃশংসতার জন্য ক্ষমা প্রার্থনার তিনি একজন দৃঢ় সমর্থক। মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার কর্তৃক ২৪শে মার্চ ২০১৩ আহমদ সালিম-কে ‘মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা প্রদান করা হয়। [কাজী সাজ্জাদ আলী জহির]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ১ম খণ্ড