আশড় গণহত্যা
আশড় গণহত্যা (সাপাহার, নওগাঁ) সংঘটিত হয় ৮ই এপ্রিল। এতে ৫ জন নিরীহ মানুষ শহীদ হন।
ঘটনার দিন বেলা আড়াইটার দিকে পাকসেনা ও রাজাকাররা সাপাহার ক্যাম্প থেকে এসে আশড়ন্দ মােল্লাপাড়ায় হামলা চালায়। তারা বিভিন্ন বাড়িতে ঢুকে নির্বিচারে গুলি করে। ঘাতকরা বিভিন্ন বাড়িতে তল্লাশি চালায়। তাদের গুলি ও তল্লাশিতে আতঙ্কগ্রস্ত মানুষ বিভিন্ন জায়গায় আশ্রয় নেয়। একটি বাড়িতে আশ্রয় নেয়া গাইবান্ধার বাসিন্দা ভূমি অফিসের সার্ভেয়ার আব্দুল গফুর ও ডাইলা মাহলত (পিতা ধলুয়া মাহলত)-কে পাকসেনারা গুলি করে হত্যা করে। এ নারকীয় তাণ্ডব দেখে প্রাণভয়ে পুকুরপাড়ের গর্তে আশ্রয় নেয়া আব্দুল জব্বার (পিতা আশু ফকির), আজির উদ্দীন (পিতা ফরিদ মাহলত) ও খলিল মােল্লা (পিতা করিম মােল্লা)-কে পাকবাহিনী ব্রাশ ফায়ারে হত্যা করে। এ হত্যাকাণ্ডের পর ঘাতক পাকসেনা ও তাদের সহযােগীরা মােল্লাপাড়ার প্রতিটি বাড়ি আগুনে পুড়িয়ে ভস্মীভূত করে দেয়। [মাে. বাবুল আকতার]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ১ম খণ্ড