বীর বিক্রম আলী আশরাফ
আলী আশরাফ, বীর বিক্রম (১৯৪২-১৯৭১) সিপাহি ও একজন দেশপ্রেমিক শহীদ মুক্তিযােদ্ধা। তিনি ১৯৪২ সালে কুমিল্লা জেলার লাঙ্গলকোট উপজেলার বড় সাংগীরশ্বর ইউনিয়নের অন্তর্গত বেরীর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম নওয়াব আলী এবং মাতার নাম হাজেরা খাতুন। আলী আশরাফ পাকিস্তান সেনাবাহিনীতে সিপাহি পদে চাকরি করতেন। মুক্তিযুদ্ধের সময় তিনি চট্টগ্রাম সেনানিবাসে কর্মরত ছিলেন। ২৫শে মার্চ কালরাতে বর্বর পাকিস্তানি বাহিনী নিরীহ বাঙালিদের ওপর নির্যাতন-নিপীড়ন ও হত্যাযজ্ঞ শুরু করলে তিনি দেশের মানুষকে মুক্ত করার দৃঢ় অঙ্গীকার নিয়ে মুক্তিযুদ্ধে যােগ দেন। ২ নম্বর সেক্টরের অধীনে বিভিন্ন যুদ্ধে তিনি বীরত্বের পরিচয় দেন।
১০ই নভেম্বর চৌদ্দগ্রাম উপজেলার পিপুলিয়া-হাজতখােলায় পাকবাহিনীর বিরুদ্ধে এক যুদ্ধে আলী আশরাফ শাহাদত বরণ করেন। মহান মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান ও জীবন উৎসর্গ করার জন্য বাংলাদেশ সরকার কর্তৃক তিনি ‘বীর বিক্রম’ খেতাবে ভূষিত হন। তিনি ১ পুত্র সন্তানের জনক। তাঁর স্ত্রীর নাম হাফিজা বেগম। [হারুন রশীদ]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ১ম খণ্ড