আলীগঞ্জ বধ্যভূমি
আলীগঞ্জ বধ্যভূমি (ফতুল্লা, নারায়ণগঞ্জ) ফতুল্লা উপজেলার আলীগঞ্জ পাথর ডিপােতে অবস্থিত। পাকিস্তানি সেনাবাহিনী বিভিন্ন সময় বিভিন্ন স্থান থেকে শত শত লােকজন ধরে এনে এখানে হত্যা করে স্থানটিকে বধ্যভূমিতে পরিণত করে। ২৬শে মার্চ তারা আলীগঞ্জে প্রবেশ করে। আলীগঞ্জ পাথর ডিপাে ছিল তাদের জল্লাদখানা। ২৬শে মার্চ থেকে ১৪ই ডিসেম্বর পর্যন্ত এ ক্যাম্পে পাকিস্তানি হানাদার বাহিনী কত লােকজনকে ধরে এনে গুলি করে হত্যা করে, তার সঠিক পরিসংখ্যান জানার উপায় নেই। তবে অসংখ্য লােককে এখানে হত্যা করা হয়। [রীতা ভৌমিক]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ১ম খণ্ড